তোমার হোলো শুরু !
- সুনিকেত
চৌধুরী।
চতুর্দশী পূর্ণিমাকে প্রণাম করে
বিকিরণ যদি হয় হৃদয়ের আলোরাশি
বাধা দেবোনা আমি
যদি যাত্রা কর নিরুদ্দেশের পথে।
যদি বল বিলোতে হবে আলো আজ
নগরে বন্দরে প্রতি ঘরে ঘরে,
সারথীর সমগ্র প্রাঙ্গন জুড়ে বসবে
সঞ্জয়ের সমাবর্তন অনুষ্ঠান:
"তোমার
হোলো শুরু"!
এক কোণে দাঁড়িয়ে তুমি-আমি
আর আমাদের সাথে থাকা সব ক'টি প্রাণ
চন্দনের সুবাস ছড়িয়ে দেব বাতাসে !
আর আকাশের মেঘগুলো মিশে যাবে
দিগন্তের উড়ন্ত বলাকার শ্বেত শুভ্রতার সাথে!
http://www.alokrekha.com
অতীব সুন্দর ইতিবাচক এক কোটা কবি সুনিকেত চৌধুরীর "তোমার হোলো শুরু !".প্রতিটি ঘরে ঘরে আলোর বিকিরণ হবে। চন্দনের সুবাস ছড়িয়ে দেবে বাতাসে -সমাবর্তনে মাধ্যমে যাত্রা হয় নতুন চলার পথের। শব্দ ও কোথায় মনে ঠাঁই করে নেবার এক কবিতা। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআমাদের প্রিয় কবি সুনিকেতের কবিতার অপেক্ষায় থাকি। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি সু্নিকেত চৌধুরীর তোমার হোলো শুরু । দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ
ReplyDelete