নগ্ন গোধূলি
----মুনা চৌধুরী
কাছে
আয়
এইখানেই
স্বর্গ, এইখানেই কালপুরুষের তরবারি
এইখানেই
কল্পভাণ্ডার, ওখানেই নির্ঝরের স্বপ্নভঙ্গ
এইখানেই
ভরাজল, এইখানেই পাথর বাগান
এইখানেই
আমি
একবার
দেখ
আমার
চোখে হাজার পূর্ণিমা পার করা চাদ
বিধাতার
ছায়ায় গড়া মুখশ্রীর অক্ষয় স্থাপত্যI
দেখ
আমার
দিগন্ত ছড়ানো নগ্ন গোধূলি
খুলে
দেই তোকে আগুন সূর্যাস্তI
একবার
দেখ
আমার
উর্বর ভূমি
এই
শস্যক্ষেত, জেগে ওঠা বিস্তীর্ণ পলিমাটি
বীজ
বুনে দে .... তোর বিশুদ্ধ বীজ .... নইলে বিষ ঢেলে দে I
http://www.alokrekha.com
নগ্ন গোধূলি কবিতায় কবি মুনা চৌধুরী প্রেমের আরেক রূপ অংকিত করেছেন। কবিতায় এক দৃঢ় প্রত্যয় পরিলক্ষিত হয়। তার কাছেই সব। "স্বর্গ, এইখানেই কালপুরুষের তরবারি এইখানেই কল্পভাণ্ডার, ওখানেই নির্ঝরের স্বপ্নভঙ্গ এইখানেই ভরাজল, এইখানেই পাথর বাগান এইখানেই আমি " এই পংক্তি গুলোতে তার অসীম ক্ষমতার প্রকাশ। খুবই ভালো লাগলো কবিতাটা পড়ে। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি কবিতা কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা আবার দৃঢ়তার সাথে আঁকড়ে ধরে.কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবিকে।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি কবিতা কবির হৃদয় নিংড়ানো আকুতির বহির্প্রকাশ। বারংবার আওভান ও প্রত্যতার সাথে তার প্রেমকে আঁকড়ে ধরা এক অভিনব দিক। অনেক অনেক ভালো লাগলো। কবির জন্য অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি অনিন্দ্য এক কবিতা আমরা অপেক্ষায় থাকি কবি কবি মুনা চৌধুরীর লেখার জন্য।তার অন্যান্য লেখার মতই এই কবিতাটা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি কবিতাটা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি কবিতাটা মনটা ভরিয়ে দিল ! আমি আলোকরেখার একনিষ্ঠ পাঠক। যখন থেকে আলোকরেখার যাত্রা শুরু তখন থেকে আমি একজন নিয়মিত পাঠক। আলোকরেখায় মুনা চৌধরীকে আলোকরেখায় স্বাগতম। তাঁর লেখাটি চিঠি যেমন হৃদয় হরণকারী তেমনি তাঁর কবিতাও অন্যন্য। আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি কবিতাটা পরে এত ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করার নয়। আমি সাহিত্যিক নোই। লেখার হাত ভালো না। কিন্তু কবিতা পড়তে ভালবাসি। নগ্ন গোধূলির এই পংতিগুলো আমাকে অভিভূত করেছে। " একবার দেখ আমার উর্বর ভূমি এই শস্যক্ষেত, জেগে ওঠা বিস্তীর্ণ পলিমাটি বীজ বুনে দে .... তোর বিশুদ্ধ বীজ .... নইলে বিষ ঢেলে দে I" কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি দারুন অনবদ্য কবিতা। বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন ভালোবাসার ! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল! কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর নগ্ন গোধূলি দারুন অনবদ্য কবিতা। সাবলীল ভাষায় মনের কথার প্রকাশ করা মুনা চৌধুরীর কবিতার বৈশিষ্ট্য। যে কবিতা পড়তে ভালো লাগে সেটাই আমার মনে হয় ভালো কবিতা। কতগুলো কঠিন শব্দমালায় অবোধ্য ভাষায় কবিতা লিখলেই ভালো কবিতা হয় না। আমার এটি মনে হয়। তাই মুনা চৌধুরীর লেখা কবিতা আমার এত ভাল লাগে। অনেক ভালোবাসা কবি। আরো কবিতার আশায় রইলাম।
ReplyDeleteকবি মুনা চৌধুরীর " নগ্ন গোধূলি" দারুন এক কবিতা।এখানে কবির প্রাণের আকুতি " কাছে আয়
ReplyDeleteএইখানেই স্বর্গ, এইখানেই কালপুরুষের তরবারি
এইখানেই কল্পভাণ্ডার, ওখানেই নির্ঝরের স্বপ্নভঙ্গ
এইখানেই ভরাজল, এইখানেই পাথর বাগান
এইখানেই আমি
তোর পবিত্র প্রণয় ..... চিরজনমের মায়াকাননI" অথবা "দেখ
আমার দিগন্ত ছড়ানো নগ্ন গোধূলি
খুলে দেই তোকে আগুন সূর্যাস্তI
একবার দেখ
আমার উর্বর ভূমি
এই শস্যক্ষেত, জেগে ওঠা বিস্তীর্ণ পলিমাটি
বীজ বুনে দে .... তোর বিশুদ্ধ বীজ .... নইলে বিষ ঢেলে দে I" মনের মাঝে দাগ কাটে। অপূর্ব সুন্দর ! খুব ভালো লাগলো বারংবার পরে। অনেক শুভ কামনা কবি।
To all my readers, I am hear because you have welcomed me the way you did. Dhonnobad shobaike.
ReplyDeleteমুনা চৌধুরীর এই কবিতাটা আমার আগে পড়া হয়নি। কবি কবিতার শেষের ক'টা লাইনে তাঁর হৃদয়ের অনুভবের গভীরতায়, মসলিন শিল্পীর মত সুক্ষ কারুকাজে দক্ষ হাতে শব্দ-চয়নের মুন্সীয়ানায় আমাদের প্রিয় বাংলা ভাষার সুললিত মূর্ছনা মেশানো শব্দের স্বতঃস্ফূর্ত সুনিপুন বিন্যাসে তার নিজের মনে সৃষ্ট একটা স্বর্গীয় আবহ পাঠককে যেভাবে উপভোগ করাতে সক্ষম হয়েছেন, তা অতুলনীয়! মুনা, আপনাকে অনেক শ্রদ্ধা!
ReplyDelete