এবার নাহয়
গাওয়া হোক সমবেত সংগীত !
--- - সানজিদা
রুমি
অনেক তো হলো একক সংগীত
সেই সকাল থেকে এই সকাল অবধি
কাহারবা তালের ভৈরবী আর ত্রিতালে দরবারী কানাড়া,
দেশাত্মবোধক গানওতো শোনা হলো ঢেড় !
এবার নাহয় গাওয়া হোক সমবেত সংগীত
চলো আমরা সবাই গাই সমবেত সংগীত সমস্বরে,
তোমার ঘরে আমার ঘরে প্রাচীরের এপারে প্রাচীরের ওপারে!
প্রচারিত হোক সমবেত সংগীত বেতারে l
সবক'টা চ্যানেলে l
শোনা যাক এই গান এই সমবেত সংগীত
গীতিকার যে গানের আমরাই!
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।কবিতায় বার্তা অনন্য। মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" দারুন বার্তাবহ এক লেখা। এখানে গানের কথার মাধ্যমে সমাজ তথা দেশের কথা বলা হয়েছে। অনেক হয়েছে একক সংগীত একক পরিচিতি। এখন "না হয় গাওয়া হোক সমবেত সংগীত চলো আমরা সবাই গাই সমবেত সংগীত সমস্বরে, তোমার ঘরে আমার ঘরে প্রাচীরের এপারে প্রাচীরের ওপারে! প্রচারিত হোক সমবেত সংগীত বেতারে l সবক'টা চ্যানেলে l শোনা যাক এই গান এই সমবেত সংগীত গীতিকার যে গানের আমরাই!" এই পংতিগুলো আজকের জীবনে আমাদের অনেক প্রয়োজন। এখন সময় এসেছে হাতে হাত ধরে সমবেত ভাবে দেশ গড়ার। অনেক তাৎপর্যপূর্ণ লেখা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" কবিতায় আমরা যে বার্তা পাই তা অনন্য। একক সুরে গান গাওয়া গান ভুল হলেও কেউ ধরতে পারে না হয়তো ভুল সুরে গাওয়া হতে পারে। কিন্তু সমবেত ভাবে গাওয়া গান যেমন বিশুদ্ধ ভাবে গাইতে হয় তেমনি অনেক জোরালো ও বলিষ্ঠ। খুব ভালো লাগলো পড়ে ,অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" অনন্য কবিতা। খুব ভালো লাগলো পড়ে ,অনেক ভালোবাসা কবি। বিশেষ করে "অনেক তো হলো একক সংগীত সেই সকাল থেকে এই সকাল অবধি কাহারবা তালের ভৈরবী আর ত্রিতালে দরবারী কানাড়া,দেশাত্মবোধক গানওতো শোনা হলো ঢেড় !" এই পংতিগুলো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteএবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !---কবিতায় - সানজিদা রুমি দুর্দান্ত কথার মালা গেঁথেছেন।আজকের এই সমাজে কেবল আমরা একক প্রাধান্য পেতে চাই। এখন আর কোথাও আর সমবেত মিলন হয় না। দারুন একখানি কবিতা।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" দুর্দান্ত কবিতা। আমি মন্ত্র মুগ্ধ। এমন বার্তা আজকাল খুব কমই পেয়ে থাকে। কবিতার ছন্দে তিনি সত্যকে উপস্থাপন করেছেন। অনেক শুভেচ্ছা।
ReplyDelete"চলো আমরা সবাই গাই সমবেত সংগীত সমস্বরে,
ReplyDeleteতোমার ঘরে আমার ঘরে প্রাচীরের এপারে প্রাচীরের ওপারে!
প্রচারিত হোক সমবেত সংগীত বেতারে l
সবক'টা চ্যানেলে l
শোনা যাক এই গান এই সমবেত সংগীত
গীতিকার যে গানের আমরাই!"
এই কথাগুলো মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা। সেদিন আমরা সমবেত গান গেয়েছি। হাতে হাত ধরে সমবেত জাতি ছিনিয়ে এনেছি। দেশের গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজন আবার সমবেত উচ্চ স্বরে গাইতে হবে। আর এই গানের রচয়িতা তো আমরা। দারুন দুর্দান্ত লেখা। জানি না কি বলে তাকে বলে সাধুবাদ জানাবো। অনেক শুভেচ্ছা ও ভালবাসা সানজিদাকে।
সানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" দুর্দান্ত কবিতা। আমি মন্ত্র মুগ্ধ। এমন বার্তা আজকাল খুব কমই পেয়ে থাকে। কবিতার ছন্দে তিনি সত্যকে উপস্থাপন করেছেন। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" অনন্য এক কবিতা।সরল সাবলীল ভঙ্গিতে সমাজের চালচিত্র তুলে ধরেছেন। একক ভাবে সকাল থেকে সারা বেলা অবধি কাহারবা তালের ভৈরবী আর ত্রিতালে দরবারী কানাড়া রগে বহু গান গাওয়া হচ্ছে। এতো কেবল নিজেকেই জাহির করা। সমবেত স্বরে গান গাওয়া অনেক কষ্টসাধ্য। সকলের তাল সুর একসাথে বাঁধতে হবে তবেই হবে শুদ্ধ সংগীত চর্চা। অনেক সাধুবাদ কবিকে।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" এক অনুপম কবিতা। এ শুধু এক কবিতা নয় সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আজকের হালচিত্র। আজ আমরা প্রতিযোগিতায় নেমেছি কে কত ভালো ও দক্ষ সুরে গান গাইতে পারে। আমরা আজ সমবেত কথাটি হারিয়ে ফেলেছি। যেদিকে তাকাই শুধু আমি আর আমি। সানজিদা তোমাকে অনেক সাধুবাদ। কবিকে আমার আমার সশ্রদ্ধ ভালোবাসা
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" কবিতায় আমরা যে বার্তা পাই তা অনন্য। এককভাবে বহুদিন হয়ে গেলো গান গাওয়া। কত সুরে ,কত রাগে নিজের হামবড়া ভাবে। অথচ এবার না গাওয়া হোক সমবেত সংগীত তাই কবিত নিবেদন চল আমরা সবাই গাই সমবেত সংগীত সমস্বরে,তোমার ঘরে আমার ঘরে প্রাচীরের এপারে প্রাচীরের ওপারে!প্রচারিত হোক সমবেত সংগীত সর্বত্র । যেমনটি গেয়েছিলাম ৭১'রে। ভয় কি গীতিকারতো আমরা নিজেরাই।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" কবিতায় আমরা যে বার্তা পাই তা অনন্য। মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteএবার নাহয় গাওয়া হোক সমবেত সংগীত ! কবিতায় সানজিদা রুমি কি বোঝাতে চেয়েছেন ? দেশে একক রাজ্যত্ব ? গণতন্ত্র নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এটা খুবই দুঃখজনক যেখানে একক সংখ্যা গরিষ্ঠ গানই উচ্চস্বরে তার বিজয়ধ্বজা উড়ছে। এসব লেখার আগে দুবার চিন্তা করবেন। ভবিষ্যতের জন্য সাবধান।
ReplyDeleteসানজিদা রুমির -"এবার না হয় গাওয়া হোক সমবেত সংগীত !" কবিতায় আমরা আজকের সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই।
Deleteঅনেক ভালো লাগলো রুমির কবিতা
ReplyDeleteধন্যবাদ দেরীতে হলেও চমৎকার ভাবে
নির্দ্বিধায় সত্য তুলে ধরবার জন্য সমবেত সংগীত অনেক আগেই জাতির জনক বঙ্গবন্ধু গাইতে চেয়েছিলেন তাকে
গাইতে দেয়া হয়নি তাঁর সহযোগীরা তাঁর
স্বপ্নকে বলি দিয়েছেন
সাধুবাদ সানজিদা রুমি তোমাকে