আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও মনে থাকবে? - আরণ্যক বসু ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    মনে থাকবে? - আরণ্যক বসু

    মনে থাকবে?
    - আরণ্যক বসু
    “ পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
    আমরা তখন প্রেমে পড়বো
    মনে থাকবে?
    বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
    শীতলপাটি বিছিয়ে দেব;
    সন্ধে হলে বসবো দু'জন।
    একটা দুটো খসবে তারা
    হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
    কান্ত কবির গান গাইবে
    তখন আমি চুপটি ক'রে দু'চোখ ভ'রে থাকবো চেয়ে...
    মনে থাকবে?

    এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
    এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
    এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
    মনে থাকবে?
    আমি হবো উড়নচন্ডি
    এবং খানিক উস্কোখুস্কো
    এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
    তুমি কাঁদলে গভীর সুখে
    এক নিমেষে সবটুকু জল শুষে নেব
    মনে থাকবে?
    পরের জন্মে কবি হবো
    তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
    তোমার অমন ওষ্ঠ নিয়ে,
    নাকছাবি আর নূপুর নিয়ে
    গান বানিয়ে
    মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো...
    মনে থাকবে?
    আর যা কিছু হই বা না হই
    পরের জন্মে তিতাস হবো
    দোল মঞ্চের আবীর হবো
    শিউলিতলার দুর্বো হবো
    শরৎকালের আকাশ দেখার
    অনন্তনীল সকাল হবো;
    এসব কিছু হই বা না হই
    তোমার প্রথম পুরুষ হবো
    মনে থাকবে?
    পরের জন্মে তুমিও হবে
    নীল পাহাড়ের পাগলা-ঝোরা
    গায়ের পোষাক ছুড়ে ফেলে
    তৃপ্ত আমার অবগাহন।
    সারা শরীর ভ'রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা।
    তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
    আমার অনেক কথা ছিল
    এ জন্মে তা যায়না বলা
    বুকে অনেক শব্দ ছিল
    সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
    কাব্য করে বলা গেল না!
    এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
    পরের জন্মে মানুষ হবো
    তোমার ভালোবাসা পেলে
    মানুষ হবোই মিলিয়ে নিও! “


    http://www.alokrekha.com

    4 comments:

    1. নিতিন ঘোষJanuary 30, 2019 at 5:34 PM

      আরণ্যক বসুর " মনে থাকবে?- " কবিতাটা খুব ভালো লাগলো। প্রেমের রাজ্যে কল্পনার পাখায় ভর করে কবি আমাদের নিয়ে গেছেন ভবিষ্যতের ভালোবাসার জগতে। অপূর্ব অনবদ্য কবিতা।

      ReplyDelete
    2. মেহতাব রহমানJanuary 30, 2019 at 5:40 PM

      আরণ্যক বসুর " মনে থাকবে?- " কবিতায় কবি তার প্রেমের কাছে নিবেদন "পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
      আমরা তখন প্রেমে পড়বো
      মনে থাকবে?
      বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
      শীতলপাটি বিছিয়ে দেব;
      সন্ধে হলে বসবো দু'জন।
      একটা দুটো খসবে তারা
      হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
      কান্ত কবির গান গাইবে
      তখন আমি চুপটি ক'রে দু'চোখ ভ'রে থাকবো চেয়ে...
      মনে থাকবে? " দারুন। তার প্রতিটি কথা এক প্রতিশ্রুতি আমাদের মনে দাগ কেটেছে। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    3. ঋতু ব্যানার্জিJanuary 30, 2019 at 5:48 PM

      আরণ্যক বসুর " মনে থাকবে?- " কবিতায় কবি তার প্রেমের কাছে কবি প্রতিশ্রুত তার সাথে ঠিক ঠিক দেখা হবে আর জনমে। মানুষ হয়েই জন্মাবে এই তাঁর দৃঢ় বিশ্বাস। খুব সুন্দর প্রেমের কবিতা। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    4. আরণ্যক বসুর "মনে থাকবে'' পড়ে মনে হোল আমি ষোড়শী কোনো মেয়ে কবিতাটা পড়ে বললাম 'ফাটাফাটি' ! অনেক হাসলাম মনখুলে আর ভালোবাসলাম এতো সুন্দর, সহজ, মন ছুঁয়ে যাওয়া অভিব্যাক্তি ! কবিকে আমায় ষোড়শী করে তুলবার জন্য অনেক ধন্যবাদ.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ