আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কবি মেহরাব রহমানের পূর্ব প্রকাশিত বইগুলো পাওয়া যাবে একুশের বইমেলা ২০১৯ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কবি মেহরাব রহমানের পূর্ব প্রকাশিত বইগুলো পাওয়া যাবে একুশের বইমেলা ২০১৯



    কবি মেহরাব রহমানের পূর্ব প্রকাশিত  বইগুলো পাওয়া যাবে একুশের বইমেলা ২০১৯, ঢাকা বাংলাদেশ l পারিজাত প্রকাশনীর  ২০৬ এবং ২০৭ নম্বর স্টলে

    ফোন : ০১৭১১৯০৬০৪০



    **অন্ধ অন্ধকার
    গিলে খাচ্ছে চারিদিক;
    ভয়ঙ্কর এই কান্না ।
    নীল বিষ নীল অজগর
    কামড়ে ধরে সভ্যতা ।

    **মানুষেরা কথা শোনেনা, অন্তর পড়েনা
    কী কথা লোকেদের সাথে।
    এখন শুদ্ধিকরণের পালা,
    এখন পরিবর্তনের সঠিক সময়।
    আমি বধি বৃক্ষের নীচে বসে দিলকোরান
    পড়বো, যীশুর মর্মে দাঁড়িয়ে বাইবেল পাঠ,
    আর মসজিদ অথবা মন্দিরে অবনত চিত্তে  ত্রিপিটক পড়বো।

    **অপূর্ব যা পূর্বে কখনও ঘটেনি
    তেমনি শেষবারের মত
    দগ্ধ,তপ্ত,অম্লমধুর
    দীর্ঘ দীর্ঘ দীর্ঘ
    সত্যিকার চুমুর মত চুম্বন
    আমি চাই প্রিয় নীলয় গহণে
    এঁকে দাও তুমি
    রক্তজবা ক্ষত চিহ্ন
    ক্ষতিকি ভেসে যাব আমি
    ঘনো কালো গাঢ় অন্ধকারে

    **আমাকে তুমি খর্ব কোরো না
    অন্ধ কোরো না
    বন্ধ কোরো না
    বার্তা পাঠিও চলে যাব

    আসন্ন একুশের বইমেলায় উপরের পংক্তিমালা নিয়ে আসছে কবি  মেহরাব রহমানের   নবধারার নুতন কাব্যগ্রন্থ l
    আশা করি সুহৃদ পাঠক ভিন্ন মাত্রার স্বাদ পাবেন l বইটি প্রকাশ করবে পারিজাত প্রকাশনী
    পাবেন ১০৬ এবং ১০৭ নাম্বার স্টলে
    ফোন : o1711906040
    বইটির অপূর্ব  প্রচ্ছদ অঙ্কন করেছে  
    প্রতিভাবান অঙ্কন শিল্পী টরোন্টোতে বসবাসরাত মহিবুল ইসলাম



    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    2 comments:

    1. এবারের বই মেলায় প্রিয় কবির বই পাওয়া যাবে জেনে খুব প্রীত হলাম।

      ReplyDelete
    2. জ্বি আমি নিজেও থাকবো
      দেখা হবে

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ