খুলে দাও
বাঁধন
--সানজিদা
রুমি
আর
কতকাল রাখবে আবদ্ধ শৃঙ্খল
কারাগারে
খুলে
দাও বাঁধন -- দাও তাকে যেতে
পাহাড়ে
,নীল আকাশে অথবা পূর্ণিমা রাতে।
প্রতিদিনের
ধর্ষিত দেহ-মন
ভালবাসাহীন
ওষ্ঠ ,অযোগ্য চুম্বন।
তাইতো
হাতছানি দেয় তাকে
স্বপ্নের বিছানা
সুললিত
সঙ্গীত ,পূর্ন চাঁদের আলো, রূপ কথার কল্পনা-
আমগ্ন
হতে দাও শ্রাবন বরিষণে
কতদিন
কয়নি কথা দূর্বাদলের সনে।
খুলে
দাও আগল দুয়ার --দাও তাকে যেতে -
পাঁয়ে
পাঁয়ে হাটবে গাঁয়ের কাদামাটি জলে
কান
পেতে শুনবে গান শুকসারি, কোকিলের দেবদারু তলে।
মেঘ
হয়ে ভেসে যাবে নীল
আকাশে
প্রাণ
ভোরে নিশ্বাস নেবে মুক্ত বাতাসে।
গাংচিল
হয়ে উড়ে যাবে দূরে বহুদূরে
ভুলে
যেতে দাও তাকে -
বন্দি
ছিল এতদিন রুদ্ধ কারাগারে।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
কবি সানজিদা রুমির "খুলে দাও বাঁধন" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। আমাদের জীবনের কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteবাহ্ অসাধারণ সাহসী কবিতা
ReplyDeleteঅবহেলিত কাউকে সাহস জাগানিয়া
চমৎকার ভাষা শৈলী
অপূর্ব চিত্রকল্প
উচ্চমানের কবিতা
সাধুবাদ কবি
তোমার কবিতা আলোকরেখাকে
সম্ব্রিদ্ধ করেছে
Speechless. I need to sit with you with a cup of coffee and discuss this poem. Waiting to see you in Dhaka very soon. Love. Nonodini.
ReplyDelete