আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও খুলে দাও বাঁধন --সানজিদা রুমি ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    খুলে দাও বাঁধন --সানজিদা রুমি




    খুলে দাও বাঁধন

    --সানজিদা রুমি

    আর কতকাল রাখবে  আবদ্ধ  শৃঙ্খল কারাগারে

    খুলে দাও বাঁধন -- দাও তাকে যেতে

    পাহাড়ে ,নীল আকাশে অথবা পূর্ণিমা রাতে।

    প্রতিদিনের ধর্ষিত দেহ-মন

    ভালবাসাহীন ওষ্ঠ ,অযোগ্য চুম্বন।

    তাইতো হাতছানি দেয়  তাকে স্বপ্নের বিছানা

    সুললিত সঙ্গীত ,পূর্ন চাঁদের আলো, রূপ কথার কল্পনা-

    আমগ্ন হতে দাও শ্রাবন বরিষণে

    কতদিন কয়নি কথা দূর্বাদলের সনে।

    খুলে দাও আগল দুয়ার --দাও তাকে যেতে -

    পাঁয়ে পাঁয়ে হাটবে গাঁয়ের কাদামাটি জলে

    কান পেতে শুনবে গান শুকসারি, কোকিলের দেবদারু তলে।


    মেঘ হয়ে ভেসে যাবে  নীল আকাশে

    প্রাণ ভোরে নিশ্বাস নেবে মুক্ত বাতাসে।

    গাংচিল হয়ে উড়ে যাবে দূরে বহুদূরে

    ভুলে যেতে দাও তাকে -

    বন্দি ছিল এতদিন রুদ্ধ কারাগারে।



    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    3 comments:

    1. রেহানা সুলতানাJanuary 25, 2019 at 6:13 PM

      কবি সানজিদা রুমির "খুলে দাও বাঁধন" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। আমাদের জীবনের কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।

      ReplyDelete
    2. বাহ্ অসাধারণ সাহসী কবিতা
      অবহেলিত কাউকে সাহস জাগানিয়া
      চমৎকার ভাষা শৈলী
      অপূর্ব চিত্রকল্প
      উচ্চমানের কবিতা
      সাধুবাদ কবি
      তোমার কবিতা আলোকরেখাকে
      সম্ব্রিদ্ধ করেছে

      ReplyDelete
    3. Speechless. I need to sit with you with a cup of coffee and discuss this poem. Waiting to see you in Dhaka very soon. Love. Nonodini.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ