অথচ সেদিন ।
- সুনিকেত চৌধুরী।
এই প্রত্যাগত প্রাত্যহিক তোমাকে বেঁধে রাখে
আর প্রত্যাখ্যাত হয় তোমার প্রমিত প্রত্যাশা প্রতিদিন
তোমরা তখন বিপ্লবী !
অথচ সেদিন যখন আকাশটা গিয়েছিলো ছেয়ে
নিকষ কালো মেঘে
দৃষ্টিগত পাঁজরের হাড়-সর্বস্ব শিশুর সাদা-কালো ছবি
পেয়েছিলো আন্তর্জাতিক পুরস্কার
তোমাদের চোখ নিবদ্ধ ছিলো সোপ অপেরায় !
আজ তবে অভিযোগ কেন
শীতের মাত্রাটা বেড়েছে বলে?
প্রারম্ভিক প্রস্তুতির আনুষ্ঠানিকতা শেষ হোক,
শেষ হোক প্রবেশন পিরিয়ড এর তিন মাস।
তারপর সবাই মিলে কিনে এনো IKEA থেকে
একটি গোল টেবিল
মেলে ধোরো হাতের জমানো সব ছবি,
তোমাদের সব স্টিল ফটোগ্রাফ।
আর সব ছবি দেখা শেষে
বসে যেও প্রার্থনায়:
শীতের সকালের এই সোনাঝরা সূর্য্যের এই আলো,
তোমাকে প্রণাম!
http://www.alokrekha.com
বেশ কিছুদিন পর কবি - সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে ভালো লাগলো।" অথচ সেদিন " কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এসময়ের সমস্যা নিয়ে লেখা হৃদয়ের কথা বলে। যেমন এই প্রত্যাগত প্রাত্যহিক বেঁধে রাখে আমাদের আর প্রত্যাখ্যাত হয়। প্রমিত প্রত্যাশা প্রতিদিন আমরা তখন বিপ্লবী হয়ে উঠি। দারুন অনন্য কবিতা। ভালোবাসা রইল।
ReplyDeleteকবি - সুনিকেত চৌধুরী " অথচ সেদিন " কবিতা পড়ে খুবই ভালো লাগলো। অনেক বাস্তব একটা লেখা। পাঁজরের হাড়-সর্বস্ব শিশুর সাদা-কালো ছবি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ছবি দেখিয়ে আমরা ব্যবসা করি। অথচ সেদিন আমরা সভা সেমিনার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। খুবই-ই ভালো অনবদ্য কবিতাটি। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
ReplyDelete