পরিচয়
রোকসানা লেইস
নদীকে বলেছিলাম আমাকে মনে রাখতে। অনেকদিন পরে দেখা হলো ।
নদী তখন বয়ে যাচ্ছে আপন মনে।
আমার কথা মনে আছে, নদীকে ডেকে জানতে চাইলাম।
চিনি না.. বলে চলে গেল হেসে, গেয়ে আপন মনে।
মন খারাপের বাঁশি বাজার আগেই হেসে উঠলাম।
প্রবীণা বার্ধক্যের আঁচলে বাঁধা এ নদী, কেমনে চিনবে ।
খলবলে যৌবনে যার সাথে কাটিয়েছি বেলা, সে তো চলে গেছে বহু
দূরে।
প্রান্তিক পথ ঘিরে ছিল অনেক দূর।
তার সাথে হেঁটে হেঁটে শেষে বসে পরলাম পাহাড়ের কুলে।
ক্লান্তি ভেঙ্গে জেগে দেখি পাখিরা ঘিরে আছে আমায়।
সবুজ টিয়ে সযত্নে জানতে চাইল কি নাম তোমার?
বলতে গিয়ে নাম খুঁজে পেলাম না। শুধু একটা শব্দ মনে পরল "মানুষ"।
ডানা ঝাপটিয়ে কলকাকলি শব্দ তুলে, উড়ে গেল পাখি মহা সুখে;
অজানায়।
ঠায়একাকী নিঝুম বাতাসের সাথে বসে ভাবছিলাম, এখানে কেন আমি?
বৃক্ষ, লতা, জমিন,
নদী
পাহাড়ের সাথে অনাদি আমি,
পাহাড়ের গিরিখাদে ঝর্না ও বৃক্ষের ঘন জড়াজড়ি,
ভালোবাসার গান শুনতে শুনতে
যখন ভাবছি কোথায় যাব ?
তখন উপর থেকে ডেকে আকাশ বলল, আমি তোমাকে চিনি।
তুমি যেদিকে যাও আমি পাহারায় থাকি।
একটাই আকাশ চারপাশ ঢেকে রাখি
আমার আর কোন নাম নেই।
ভাবলাম আমিও মানুষ আমার আর কোন পরিচয় নেই,
একটা জমিন জুড়ে পথ চলি....
http://www.alokrekha.com
অনেক দিন পর আলোকরেখায় নতুন কবিতা পেয়ে খুব ভালো লাগলো। পরিচয় কবিতায় - কবি রোকসানা রেইস নদীর সাথে যে কথোপথন করেছেন তা অনবদ্য। আমাদের জীবন প্রবাহ এক নদী তা তিনি মনের মাধুরী দিয়ে অংকিত করেছেন। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteপরিচয় কবিতায় -নদীকে বলেছিলাম আমাকে মনে রাখতে। অনেকদিন পরে দেখা হলো ।নদী তখন বয়ে যাচ্ছে আপন মনে।আমার কথা মনে আছে, নদীকে ডেকে জানতে চাইলাম। চিনি না.. বলে চলে গেল হেসে, গেয়ে আপন মনে।" এই পংতিগুলি কবি রোকসানা রেইস এত বাস্তবতার সাথে চয়ন করেছেন তা প্রসংশার দাবীদার। অনেক শুভ কামনা কবি।
ReplyDeletekhub bhalo laglo. manush hishebeii toh amader porichoy. michimichi obhimane amader bela jay. dhonnobad kobi.
ReplyDelete