তুই ~~তুই কি আমার দুঃখ হবি?
----- আনিসুল হক
কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা
কেমন যেন বিষাদ হবি?
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি?
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি?
তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি
http://www.alokrekha.com
আনিসুল হকের "তুই ~~তুই কি আমার দুঃখ হবি?" দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteআনিসুল হকের "তুই ~~তুই কি আমার দুঃখ হবি?" দারুন কবিতা। কবি শূন্যতা ভরাতে অকল কিছুকে আওভান করছেন তার নিজস্ব হবার জন্য। কবিতাটা পড়ে মনটা ভরে গেল। অনেক ভালো বাসা আমার প্রিয় কবি ও লেখককে।
ReplyDeleteআনিসুল হকের "তুই ~~তুই কি আমার দুঃখ হবি?" দারুন কবিতা। কবি কবিতার মাধ্যমে আমাদের ভেতরে যে নির্জনতা আছে তাকে ভরাতে আকুল আবেদন করেছেন। এমন কি দুঃখ ,অশ্রুর মত স্পর্শকাতর অনুভব গুলো ব্যবহার করেছেন। খুব ভাল লাগলো। শুভেচ্ছা।
ReplyDeleteবেশ লাগলো কবিতাটি
ReplyDeleteখুব সহজিয়া কিন্তু গভীর ভাবনা
পড়তে পড়তে আমার প্রিয় কবি পাবলো নেরুদার কবিতা কথা মনে পড়লো
তাঁর কবিতাও এমনি সহজ প্রকাশ
সুন্দর একটি কবিতার জন্য কবিকে অভিনন্দন
এক কথায় অসাধারণ
ReplyDeleteআপনার শুনেই কবিতাটা পরলাম।অসাধারণ।
ReplyDelete