অনন্তের
অস্তিত্ব !
- সুনিকেত
চৌধুরী।
অনন্তের
অস্তিত্ব অতিক্রমে সহযোগী হতে চেয়ে
অন্তরীণ
হবো তোমাতে
এই
আকাঙ্খায় প্রতীক্ষা ছিল এতটাকাল।
গতকাল
আচমকা প্রচারিত ফেসবুক স্ট্যাটাস
সম্বিৎ
ফিরিয়ে দিল যেন।
কা
কা করে চীৎকার করলো কাক
প্রার্থনা
কক্ষ সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের আপেল গাছের ডালে।
খান
খান হলো বিশ্বাস
বাজলো
বেহালায় বেহাগ।
মুঠো
ফোনে জড়ো হলো পুঞ্জিভূত ক্ষোভ
পেলব
মেঘেরা পালালো তল্লাট ছেড়ে।
এর মাঝে চিকণ পাড় কালো ঘোমটায়
তরুলতা
বিলালো হৃদয় উৎসারিত খাঁটি উত্তাপ !
বিনিদ্র
রজনী শেষে আজ সকালে মুঠোফোন
এলার্ম
জানিয়ে
দিলো কাজে যেতে হবে,
যেতে
হবে দপ্তরে !
এখনো
অনেকটা পথ বাকী
হাঁটা
পথে দূরের ওই সম্মেলন কেন্দ্র
!
http://www.alokrekha.com
অনন্তের অস্তিত্ব ! - সুনিকেত চৌধুরী'র বর্তমান যুগপটে লেখা কবিতা। কবি অন্তরীণ হতে চেয়েছেন তার প্রেমের মাঝে এতটা কাল। ফেসবুকের স্ট্যাটাস আমাদের সবার জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। কখনো উৎফুল্ল হয় আবার কখনো দেখা দেয় বিষাদের ছায়া। কবি তাই এখানে বোঝাতে চাইছেন বোধকরি বিশেষ কারো ফেসবুক স্ট্যাটাস কবির জীবনের মোড় ঘিরিয়া দিল। প্রাং লুব্ধ পরিবেশে ডেকে গেল কাকের কর্কশ কা কা ধ্বনি। খুব ভালো লাগলো কবিতাটা।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র "অনন্তের অস্তিত্ব !" - সাধারণ ভাষায় এক অসাধারণ কবিতা। যত যাই হোক বাস্তবতায় ফিরে আসতেই হয়।দারুন কবিতা ও অভিব্যক্তি। উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র "অনন্তের অস্তিত্ব !" - দারুন অনবদ্য কবিতা ,পরে খুব ভালো লাগলো। যে আকাঙ্খায় প্রতীক্ষা ছিল এতটাকাল। বাস্তবের কষাঘাতে সম্বিৎ ফায়ার পেল। আমাদের জীবনের অনন্ত অস্তিত্ব তাই। খুব ভালো লাগল। অনেক শুভ কামনা কবি ভালো থাকবেন।
ReplyDelete