আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শুভ ৮ই মার্চ ! - সুনিকেত চৌধুরী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শুভ ৮ই মার্চ ! - সুনিকেত চৌধুরী।

     
    শুভ ৮ই মার্চ !

    - সুনিকেত চৌধুরী। 



    আচম্বিতে তোমাকে যদি বলে ফেলি আমি

    "শুভ ৮ই মার্চ!"

    দুঃখ পেয়োনা তুমি,

    ভালোবাসি তোমাকে অন্য তিনশত চৌষট্টি দিনেও !

    আজকের এই শুভ কামনা শুধুই আনুষ্ঠানিকতা

    জন্মদিনের "ফেসবুক হ্যাপী বার্থডে" যেমন!

     http://www.alokrekha.com

    5 comments:

    1. মোহন সিরাজীMarch 9, 2019 at 3:46 AM

      আজ বহুদিন পর প্রিয় কবি সুনিকেতের কবিতা পেলাম। খুব ভালো লাগলো। সারা বছর সারাটাক্ষন মনের আধারে কোনকিছু স্মরণ থাকলেও বিশেষ দিনের প্রয়োজন আছে। বিশেরভাবে সেই দিনটিকে উজ্জাপন করা। খুব ভালো কবিতা। অনেক দিন পর কবিকে শুভ কামনা দিতে পেরে ভালো লাগছে।

      ReplyDelete
    2. ঋতু মীরMarch 11, 2019 at 8:51 PM

      'শুভ ৮ই মার্চ' সুনিকেত চৌধুরীর ছোট্ট এই কবিতার শক্তিশালী ভাব, বার্তা আমাকে আবেগে উদ্বেলিত করেছে। নারী দিবস পালন আনুষ্ঠানিকই থেকে যাবে যতদিন নারীর প্রতি সহিংসতা, নির্যাতন বন্ধ না হবে। বিশেষ দিন পালনের চমকে উদ্ভাসিত না হওয়া- আমি সেই নারী! নারীত্ব আমার অহংকার! ধন্যবাদ আলকরেখা! নিরন্তর শুভকামনা কবি!

      ReplyDelete
    3. A bit different approach with a style of its own. Loved it! God bless Kobi!!

      ReplyDelete
    4. কবি তার প্রকাশে অসাধারণ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ