তুমি
!
- সুনিকেত
চৌধুরী।
এই
যে সমুদ্র, এই যে নদী,
এই যে নন্দিত নগর
এই
দ্বিপ্রহরে এক দন্ড অবসর
দিয়ে
দেয়া গেলো তোমাকে !
সেইসাথে
দেয়া গেলো আমাদের দু'জনার
ফেলে
আসা সবগুলো স্বর্ণালী সন্ধ্যা,
আমাদের
দু'জনার হাত ধরাধরি হাঁটা
আমার নাক-মুখ গোজা তোমার বুকের মধ্যিখানে
তাও দিয়ে
দেয়া গেলো !
এর
পরেও কি বলবে তুমি "লিখছো তো বেশ!"
http://www.alokrekha.com
এতদিন পর আলোকরেখায় প্রিয় কবি সুনিকেতের লেখা পেয়ে খুব ভালো লাগলো। আমরা চাতকের মত বসে থাকি কবির একটা লেখার জন্য।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর লেখা পেয়ে আনন্দে মনে পুলক লাগলো। কবি এই কবিতায় তার প্রিয়াকে সব দিয়ে ধন্য। খুব ভালোলাগার একটা ছোট কবিতা। আলোকরাখার কাছে বিশেষ অনুরোধ আর যেন প্রকাশনা বন্ধ না হয় আমরা খুব আশাহত হই। অনেক অভিনন্দন আলোকরেখাকে।ভালবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর লেখা পেয়ে আনন্দে মনটা উৎফুল্ল হয়ে উঠলো। এই সমুদ্র, নদী, নন্দিত নগর দ্বিপ্রহরে এক দন্ড অবসর দু'জনার ফেলে আসা সবগুলো স্বর্ণালী সন্ধ্যা, হাত ধরাধরি হাঁটা প্রথম চুমু সব বিলীন হল কবির প্রিয়াতে। প্রতিদানে শুধু একটি বাক্য "লিখছো তো বেশ!" - এটা তার প্রতি কি অবিচার নয় ?
ReplyDeleteবহুদিন পর আমাদের প্রিয় কবির কবিতা পেয়ে খুব প্রীত হলাম। কবি সুনিকেতের কিবিতায় এমন কিছু থাকে যা আমাদের মোহিত করে। "তুমি " কবিতায় ধরা যাক ছোট কবিতা কিন্তু মর্মে যেয়ে লাগে। প্রেমিক জীবনের আরেক রূপ প্রতিফলিত এখানে। সর্বস্ব দিয়েও আমরা প্রতিদানে পাই সামান্য কিছুই। এই কবিতায় কবি জীবনের অনেক কিছু দিয়েও পেলেন শুধু এলটি লাইন "লিখছো তো বেশ!".
ReplyDeleteও মা ! কতদিন বাদে আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখা পেয়ে আনন্দে মনটা ভরে হয়ে উঠলো। এই সমুদ্র, নদী, নন্দিত নগর দ্বিপ্রহরে এক দন্ড অবসর দু'জনার ফেলে আসা সবগুলো স্বর্ণালী সন্ধ্যা, হাত ধরাধরি হাঁটা প্রথম চুমু সব বিলীন হল কবির প্রিয়াতে। প্রতিদানে শুধু একটি বাক্য "লিখছো তো বেশ!".এতটা স্বার্থপরতা সহন যোগ্য নয়। এই কথাগুলো কবির মত আমাদেরও আহত করে। যে জীবনের সব কিছু দিয়ে দেয় তার জন্য জীবন পণ করা। একটুও মন খারাপ করবেন না কবি। অনেক অনেক ভালবাসা। ভালো থাকবেন। আরো ভালো ভালো কবিতা উপহার দেবেন।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর লেখা পেয়ে আনন্দে মনটা আনন্দিত হয়ে উঠলো।তুমি কবিতায় কবির অনুযোগ প্রাধান্য পেয়েছে। তিনি জানতে চেয়েছেন। নিজেকে ও সবকিছু বিলীন করে দেবার পর কেবল ছোট্ট একটি সম্মতি যা কবিকে হতাশ করেছে ,খুব সুন্দর লেখনী। তবে কবির কাছে বিনীত ভাবে বলতে চাই ছোট্ট কথা দিয়েও রাজ্যের কথা কওয়া যায়. তাই নয় কি ?
ReplyDelete