ঝিকিমিকি
সন্ধ্যাগুলো।
http://www.alokrekha.com
- সুনিকেত
চৌধুরী।
সন্ধ্যাকালীন
সম্প্রীতিতে আস্থাবান আমাদের আবাস
সকল
সবুজ সকালের রোদে ম্রিয়মান।
সাম্প্রতিক
সম্প্রীতির সকল সম্ভাবনা
এই
করে জলাঞ্জলী দিয়ে নির্বাসনে চলে গেলে
জীবনের
ছোট ছোট সোনা ঝলসানো ঝিকিমিকি সন্ধ্যাগুলো
ফিরে
যাবে অব্যবহৃত হয়ে !
হৃদয়ের
টুংটাং অসহ্য ভালোলাগারা তখন শীৎকারহীন!
http://www.alokrekha.com
প্রিয় কবির লেখা পেলে খুব ভালো লাগে। কবি সুনিকেতের কবিতায় সকল বিষয় পাই। যেমন তিনি প্রেমের কবি তেমনি সাম্প্রতিকালে সকল বিষয়ের ছবি অংকিত করেন।তার "ঝিকিমিকি সন্ধ্যাগুলো। " একটি উচ্চ মানের কবিতা। এখানে কবি তার উপলব্ধি বোধ দিয়ে লিখেছেন সারাদিনের যে মিলন মেলা সকালের প্রখর রোদে তা ঝলছে যায়। সন্ধ্যা তারাগুলোও চলে যায় নির্বাসনে। অসহ্য রকমের ভালোলাগাও নিস্তদ্ধ। খুব ভালো লাগলো।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেতের "ঝিকিমিকি সন্ধ্যাগুলো। " পড়ে খুব ভালো লাগলো। দারুন জোরালো বক্তব্য যা আমাদের চিন্তা করতে বাধ্য করে আমাদের সম্প্রীতি এখন কোন পর্যায়ে আছে। খুবই গভীর তত্ত্ব ভিত্তিক কবিতা।
ReplyDeleteকবি সুনিকেতের "ঝিকিমিকি সন্ধ্যাগুলো। " পড়ে খুব ভালো লাগলো। চমৎকার অনবদ্য কবিতা। ভালো থাকবেন কবি।
ReplyDeleteকবি সুনিকেতের "ঝিকিমিকি সন্ধ্যাগুলো। " পড়ে খুব ভালো লাগলো। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.
ReplyDeleteচমৎকার অনবদ্য কবিতা। ভালো থাকবেন কবি।
ReplyDeleteকবি সুনিকেতের "ঝিকিমিকি সন্ধ্যাগুলো" জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteভালোবাসার মানুষের নির্বাসনে যাবার কারণে জীবনের বাকি সন্ধ্যাগুলো হতে পারে শীৎকারহীন - খুব সুন্দর কবি. শুভেচ্ছা নেবেন
ReplyDelete