আমাজন
বনভূমি যখন জ্বলছে আমাদের সবার নিরাসক্ততা আর অক্ষমতা ও মূর্তিমান
অবক্ষয়ের জ্বলন্ত প্রমান হিসেবে ! সেইসাথে পুড়ছে আমাদের সন্তানদের ভবিষ্যত !এই রকম একটা
সময়ে আলোকরেখা নিয়ে, সুস্থ সাহিত্য চর্চা নিয়ে, আলোকরেখার লক্ষ পাঠকে পৌঁছে
যাওয়া নিয়ে আনন্দ করতে কেমন যেন
লাগছে ! কিন্তু তার পরেও
অর্জনের আর একটা milestone এ
দাঁড়িয়ে সবাইকে বলা, নিজেকে বলা এই যে "আলোকরেখা"র অস্তিত্ব, এর
প্রবৃদ্ধি, এর সফলতা - সব
কিছু পাঠকের! সবাইকে প্রণাম! সবাইকে বিনম্র শ্রদ্ধা! শ্রদ্ধা এখানে অংশগ্রহণকারী সব লেখকদের !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা তেরো লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDeleteঅনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে !
ReplyDeleteআলোকরেখা তেরো লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteআলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন।
ReplyDeleteঅল্প সময়ে আলোকরেখা এত জনপ্ৰিয়তা পাবার কারণ রুমির একাগ্রতা ও লেখার মান। আরো সুশোভিত নয়নাভিরাম ওয়েব সাইট। এতো সুন্দর সাজানো গোছালো। আসলেও সংগ্রহ শালা। গৌতম বুদ্ধের সুসজ্জিত ছবি তাঁর বাণী, সত্যজিৎ রায় ,রবিঠাকুরের গীতবিতানের সাথে সমাজের সথেকে ৰাচ্চিত বৃহন্নলাদের কথা অন্য মাত্রা দান করেছে।আলোকরেখা আমাদের সব সময় প্রিয় ও থাকবে যতদিন এর ম্যান বজায় থাকবে।সত্য ও সুন্দরের জয় হোক ! অভিনন্দন!
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!
ReplyDeleteআলোকরেখাকে আন্তরিক অভিনন্দন !আমি খুবই আনন্দিনত যে আলোকরেখা'র আজ তেরো লক্ষ পাঠক ! আমিও তাদের একজন ! অবশ্যই অসুস্থতা সত্ত্বেও সানজিদা রুমির অক্লান্ত পরিশ্রমে আজ এই বিজয় ও সফলতা। তবে তার প্রতি সম্মান রেখেই বলতে চাই ,যেখানে দেবব্রত সিংহ, মহাদেব সাহা ,জয় গোস্বামী ,আল মাহমুদ ,সুনীতি দেবনাথ,মেহরাব রহমান ,সুনিকেত চৌধুরী ,বিষ্ণু প্রিয়া অমিয় চ্যাটার্জি প্রমুখগণ লিখবেন তা এমনিতেই জনপ্রিয়তা পাবে ! আর তাই আমরা আলোকরেখা পড়ি !
ReplyDeleteসানজিদা তোমাকে কি ভাষায় শুভেচ্ছা দেব! আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ১৩০০.০০০ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন ।
ReplyDeleteআলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন।
ReplyDelete“সানজিদা তোমাকে শুভেচ্ছা আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই তেরো লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন!
ReplyDeleteসানজিদা এ তোমার একার আনন্দ ওঃ সফলতা নয়। গোটা বাংলা ভাষী বাঙ্গালির। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। আলক রেখার চলার পথ সুন্দর সুললিত হক এই কামনা করি
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅভিনন্দন
ReplyDeleteরুমি তোমার এই অপূর্ব উদ্যোগকে আমি সাধুবাদ জানাই
ধরা যাক "ভালোলাগা"র নাম বকুল ফুল। আমরা সবাই আলোকরেখার উঠোনে বসে প্রতিদিন ভোরে কুড়োচ্ছি বকুল ফুল আর গাঁথছি একটা মালা ! অনেক বড় একটা মালা! আর এই বকুল ফুল জড়ো করার সুদৃশ্য ডালাটি তৈরী করেছে আমাদের সানজিদা!
ReplyDeleteসানজিদা তোমাকে অনেক শুভেচ্ছা ! আলোকরেখার সেদিন যাত্রা তেরো লক্ষ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন !আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!
ReplyDeleteআলোকরেখা আরো অনেক দূরের পথ পাড়ি দিক এই কামনায়. আলোকরেখার শুরু এবং সেই সাথে পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এতো সুন্দর আয়োজন সানজিদা রুমি কৃতিত্ব. Two thumbs up for ALOKREKHA !!!
ReplyDeleteআলোকরেখা তেরো লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDelete