শিরোনামহীন !
- জাহাঙ্গীর হাবিব। আমাদের বেড়ে ওঠা সময়ের বেলীফুল বিয়ে আর এইসব দিনরাত্রি কেন বিস্মৃতির অতলে চলে গেল ! কেন সামনে পেছনে অবারিত অমানিশা ইদানীং কেন প্লাস্টিক আবরণে মোড়া বাজারের সবকিছু কেন অপসৃয়মান সবুজ সীমান্ত, নীল দিগন্ত ? শহর তোরণে নিয়ন বাতি হৃদয়ে "স্বাগতম" পৌছায়না আপন নিবাস দেয়না মায়ের আঁচল সৃষ্ট সেই পরম নির্ভরতা !
আমাদের সকলের মানিব্যাগে রাখা ছাপানো কাগজ নিশ্চয়তা নিশ্চিত করেনা আমাদের শিশুদের আগামী। বিষাক্ত বাতাস, মুনাফার মানদন্ডে বিবেচিত প্রগতি কৃত্রিম আলোর নীচে সফেদ এপ্রোনে জড়ানো পরিচর্য্যায় ফলানো ফসলের পুষ্টি, গুগুলের বুদ্ধিমত্তা নির্ভর এই পৃথিবী দিয়ে যাব সগর্বে আমাদের শিশুদের ! আজ রাতে, কাল প্রভাতে, পরশু সারাটা দিন এইভাবে যাবে দিন আমাদের। নির্বাক, নিথর
http://www.alokrekha.com
- জাহাঙ্গীর হাবিব। আমাদের বেড়ে ওঠা সময়ের বেলীফুল বিয়ে আর এইসব দিনরাত্রি কেন বিস্মৃতির অতলে চলে গেল ! কেন সামনে পেছনে অবারিত অমানিশা ইদানীং কেন প্লাস্টিক আবরণে মোড়া বাজারের সবকিছু কেন অপসৃয়মান সবুজ সীমান্ত, নীল দিগন্ত ? শহর তোরণে নিয়ন বাতি হৃদয়ে "স্বাগতম" পৌছায়না আপন নিবাস দেয়না মায়ের আঁচল সৃষ্ট সেই পরম নির্ভরতা !
আমাদের সকলের মানিব্যাগে রাখা ছাপানো কাগজ নিশ্চয়তা নিশ্চিত করেনা আমাদের শিশুদের আগামী। বিষাক্ত বাতাস, মুনাফার মানদন্ডে বিবেচিত প্রগতি কৃত্রিম আলোর নীচে সফেদ এপ্রোনে জড়ানো পরিচর্য্যায় ফলানো ফসলের পুষ্টি, গুগুলের বুদ্ধিমত্তা নির্ভর এই পৃথিবী দিয়ে যাব সগর্বে আমাদের শিশুদের ! আজ রাতে, কাল প্রভাতে, পরশু সারাটা দিন এইভাবে যাবে দিন আমাদের। নির্বাক, নিথর
http://www.alokrekha.com
ভালো লাগলো কবিতাটা পড়ে। আমাদের ফেলে আসা দিনগুলি সত্যি অনেক সুন্দর ছিল। কবি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আজকের এই বদলে যাওয়া দিনগুলি। শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteশিরোনামহীন !কবিতায় কবি জাহাঙ্গীর হাবিব আজকের দিনের যে চিত্র তুলে ধরেছেন তা সত্যি মনে গেঁথে গেছে। ভালো থাকবেন কবি।
ReplyDeleteকবি জাহাঙ্গীর হাবিবের শিরোনামহীন !হালকা মেজাজের চমৎকার কবিতা। অনেকটা যেদিন যায় ভালো। কবি আজকের দিনে যে মেকি পরিবেশ তুলে ধরেছেন। "আমাদের বেড়ে ওঠা সময়ের বেলীফুল বিয়ে আর এইসব দিনরাত্রি কেন বিস্মৃতির অতলে চলে গেল !কেন সামনে পেছনে অবারিত অমানিশা ইদানীং কেন প্লাস্টিক আবরণে মোড়া বাজারের সবকিছু কেন অপসৃয়মান সবুজ সীমান্ত, নীল দিগন্ত ?"
ReplyDelete