আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শিরোনামহীন ! - জাহাঙ্গীর হাবিব। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শিরোনামহীন ! - জাহাঙ্গীর হাবিব।

     শিরোনামহীন !
    - জাহাঙ্গীর হাবিব। আমাদের বেড়ে ওঠা সময়ের বেলীফুল বিয়ে আর এইসব দিনরাত্রি কেন বিস্মৃতির অতলে চলে গেল ! কেন সামনে পেছনে অবারিত অমানিশা ইদানীং কেন প্লাস্টিক আবরণে মোড়া বাজারের সবকিছু কেন অপসৃয়মান সবুজ সীমান্ত, নীল দিগন্ত ? শহর তোরণে নিয়ন বাতি হৃদয়ে "স্বাগতম" পৌছায়না আপন নিবাস দেয়না মায়ের আঁচল সৃষ্ট সেই পরম নির্ভরতা !
    আমাদের সকলের মানিব্যাগে রাখা ছাপানো কাগজ নিশ্চয়তা নিশ্চিত করেনা আমাদের শিশুদের আগামী। বিষাক্ত বাতাস, মুনাফার মানদন্ডে বিবেচিত প্রগতি কৃত্রিম আলোর নীচে সফেদ এপ্রোনে জড়ানো পরিচর্য্যায় ফলানো ফসলের পুষ্টি, গুগুলের বুদ্ধিমত্তা নির্ভর এই পৃথিবী দিয়ে যাব সগর্বে আমাদের শিশুদের ! আজ রাতে, কাল প্রভাতে, পরশু সারাটা দিন এইভাবে যাবে দিন আমাদের। নির্বাক, নিথর
     http://www.alokrekha.com

    3 comments:

    1. মেহতাব রাহমানAugust 28, 2019 at 4:49 PM

      ভালো লাগলো কবিতাটা পড়ে। আমাদের ফেলে আসা দিনগুলি সত্যি অনেক সুন্দর ছিল। কবি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আজকের এই বদলে যাওয়া দিনগুলি। শুভেচ্ছা কবিকে।

      ReplyDelete
    2. মিতা আহমেদAugust 28, 2019 at 4:57 PM

      শিরোনামহীন !কবিতায় কবি জাহাঙ্গীর হাবিব আজকের দিনের যে চিত্র তুলে ধরেছেন তা সত্যি মনে গেঁথে গেছে। ভালো থাকবেন কবি।

      ReplyDelete
    3. ফয়সাল খানAugust 28, 2019 at 5:16 PM

      কবি জাহাঙ্গীর হাবিবের শিরোনামহীন !হালকা মেজাজের চমৎকার কবিতা। অনেকটা যেদিন যায় ভালো। কবি আজকের দিনে যে মেকি পরিবেশ তুলে ধরেছেন। "আমাদের বেড়ে ওঠা সময়ের বেলীফুল বিয়ে আর এইসব দিনরাত্রি কেন বিস্মৃতির অতলে চলে গেল !কেন সামনে পেছনে অবারিত অমানিশা ইদানীং কেন প্লাস্টিক আবরণে মোড়া বাজারের সবকিছু কেন অপসৃয়মান সবুজ সীমান্ত, নীল দিগন্ত ?"

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ