চৌদ্দ লক্ষ বার বলা, আমরা তোমাকে ভালোবাসি ! 'আলোকরেখা'র জন্যে একটা বিরাট স্বীকৃতির নিদর্শন!
ভাল কোন কিছু বা কোন সাফল্য যখন দৈনন্দিনতায় পৌঁছে যায় তখন কি আমাদের complacent বা তৃপ্ত হওয়া সাজে? বা তখন কি তৃপ্ত হওয়া উচিত ?
আজ এইযে মাত্র গত ২০ দিনে ১ লক্ষ বার প্রিয় পাঠকরা "আলোকরেখা"য় এলেন, তাঁদের ভালোলাগার কথা বললেন, উপভোগ করলেন "আলোকরেখা"য় প্রকাশিত লেখা, আবৃত্তি, সিনেমা! এখন আমরা যদি বলি, 'হবেই তো ! আলোকরেখা বলে কথা ! তখন এটা হবে আমাদের অহমিকা ! আমরা জানি শিল্পীর সৃষ্টিশীল মন থাকে চির অতৃপ্ত ! তাই আমরা বলবো, আমাদের যেতে হবে আরো অনেক দূর, বহুদূর ! যেখানে দিগন্ত ছুঁয়েছে মাটির এই পৃথিবীকে। যেখানে হৃদয় ছুঁয়ে যায় হৃদয়কে ! আর যেখানে আমরা সবাই মিলে গাই ভালোবাসার সমবেত সংগীত ! সমস্ত পাঠক ও লেখক সবাই আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন !
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ১৪, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDeleteআলোকরেখা ১৪, ০০,০০০ পাঠক সংখ্যায় লেখাটা দারুন হয়েছে।সানজিদা রুমি ভাল লেখেন তবে এই লেখাটা তার অনবদ্য ।
ReplyDeleteআজ আলোকরেখা ১৪, ০০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ। আজ আলোকরেখা ১৪, ০০,০০০ পাঠক সংখ্যায় লেখাটা অনিন্দ্য, অনবদ্য ।
ReplyDeleteআজ আলোকরেখা চৌদ্দ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDeleteআজ আলোকরেখা ১৪,০০,০০০পাঠক সংখ্যায় পদার্পন করলো। আলোকরেখার পক্ষ থেকে সকল লেখক, কবি,পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ReplyDeleteআমার সীমিত চেষ্টায় আলোকরেখা যে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে ছিলো তা ছিল-আলোর মতো উজ্জ্বল যা,যা সুন্দর,যা স্বাধীন,যা স্বনির্ভর,যা ভালোবাসা আর যা সত্য,তা প্রতিভাত হবে-রেখা আঁকবে!এক-জনের হলেও মনে দাগ কাটবে,ভাবাবে!১ থেকে শুরু করে এই ক্ষণে রেখা চৌদ্দ লক্ষ দূরত্বে পৌঁছে গেলো!এই আনন্দ শুধু আমার শুধু একার না-আলোকরেখার যাত্রাপথে সাথে রইলেন তাদের সবার!আমার আশা ও বিশ্বাস আপনারা সবাই ডানে-বামে,উত্তর-দক্ষিণ -পূর্ব-পশ্চিমের সবাইকে এই আলোকিত পথযাত্রায় যোগ দেবার নিমন্ত্রণ দেবেন!