শ্রাবণ কে চাই"।
______________গীতালি চক্রবর্তী ।
বসন্ত এসে গেছে,চারিদিকে ফুলেল উৎসব,
অথচ, আমি বসে আছি সন্ধ্যার আঁধার
মেখে গায়!
মনে অকাল ক্ষরা, রক্তে নেই লেশমাত্র তারল্য।
পাথরের বুকেও হাসে দূর্বাদল, ঢাকে সবুজের আস্তরনে,
এ মনে জন্মে না কিছু,
বন্ধ্যাত্ব এর আভরন।
দু'চোখে নেই বর্ষা, আছে কাঠফাঁটা
রোদ্দুরের অসহ্য দহন,
সেথায় লেগেছে আগুন,
বসন্তের মিষ্টি হাওয়া পৌঁছেনা সেথা!
জীবন বিহীন কালো মেঘের অন্তর,
ফল্গুতে নেই নিরন্তর স্রোত,
নিশীথ রাতে নিঃসঙ্গের চোখেও লেগেছে
সে-ই এক-ই আকাল!
তবে কী সমস্ত জগত আজ মরুময়?
তৃষিত হৃদয় পাতে অঞ্জলি,
যেটুকু পায় তাতে শুদ্ধতার অভাব,
মেটে না তৃষা!
হে শ্রাবণ,এমন রুক্ষ দিনে
বড় প্রয়োজন তোমায়!
তোমার ধারার কাছে নত হ'ক উদ্ধত অনল প্রবাহ,
নবনীত হ'ক শতাব্দীর হৃদয়,
মাথা তুলে হেসে উঠুক দুটি সবুজ কিশলয়।http://www.alokrekha.com
গীতালি চক্রবর্তী'র "শ্রাবণ কে চাই" । চমৎকার অনবদ্য কবিতা।জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি। ভালো থাকবেন কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তী'র "শ্রাবণ কে চাই" । চমৎকার অনবদ্য কবিতা। ভালো থাকবেন কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তী'র "শ্রাবণ কে চাই" । অনিন্দ্য এক কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি ভালো কোন কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর "শ্রাবণ কে চাই" । সমৃদ্ধশালী কবিতা। "পাথরের বুকেও হাসে দূর্বাদল, ঢাকে সবুজের আস্তরনে,এ মনে জন্মে না কিছু, বন্ধ্যাত্ব এর আভরন।দু'চোখে নেই বর্ষা, আছে কাঠফাঁটা রোদ্দুরের অসহ্য দহন,সেথায় লেগেছে আগুন,বসন্তের মিষ্টি হাওয়া পৌঁছেনা সেথা "-তাই কবি শ্রাবণের ধারার অপেক্ষায়। অতীব সুন্দর কবি। অনেক অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর "শ্রাবণ কে চাই" । দীপ্তিশিীল, সমৃদ্ধ কবিতা। কবির মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অভিনন্দন।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর "শ্রাবণ কে চাই" । চমত্কার, অপরূপ কবিতা। কবির হৃদয় অনুভূতির গভীর প্রকাশ। "মনে অকাল ক্ষরা, রক্তে নেই লেশমাত্র তারল্য।" এই একটি লাইন আমার কাছে পুরো কবিতার শ্রেষ্ঠ পংতি । ততক্ষন রক্তে জীবন -জমাট বাঁধা রক্তে জীবনের ইতি। কবির ভিতরের জীবনবোধকে দারুণভাবে অঙ্কিত করেছেন অনেক অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর "শ্রাবণ কে চাই" । অপরূপ কবিতা। কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো ফুলেল বসন্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা তৃষ্ণা মত আঁকড়ে ধরে। কবির অভিমানী চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর "শ্রাবণ কে চাই" । কবিতায় কবি অপরূপ রূপে নিজের ভেতরের তৃষ্ণা বর্ণনা করেছেন। বসন্ত এসে গেছে,চারিদিকে ফুলেল উৎসব,অথচ, প্রয়াসই ঘটে আমরা বসে থাকি সন্ধ্যার আঁধার গায় মেখে , দারুন। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete