তুমি যখন ! সুনিকেত চৌধুরী
তুমি যখন এক চিলতে উঠোনের কথা বল
তখন আমার মন চায় তোমায় যদি দিতে পারতাম
এক বিস্তীর্ণ বাগান
http://www.alokrekha.com
তুমি যখন এক ফালি চাঁদের কথা বল
তখন আমার মন চায় আমি তোমায় এনে দেই
দিগন্ত বিস্তৃত রাতের পুরো আকাশটা
তুমি যখন বল এতটুকু ভালোবাসা পেলেই তুমি খুশী
তখন তোমার কি একবারও উঁকি দেয় মনের কোণে
আমি মাতাল করে দিতে চাই তোমাকে
আমার ভালোবাসায় !
কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ কবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন !". ভালবাসার জন্য আমরা কি করতে পারি তা কবি তার কবিতায় অংকিত করেছেন। দারুন একটা প্রেমের কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDelete"তুমি যখন এক ফালি চাঁদের কথা বল
ReplyDeleteতখন আমার মন চায় আমি তোমায় এনে দেই
দিগন্ত বিস্তৃত রাতের পুরো আকাশটা " কবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন !". দারুন একটা প্রেমের কবিতা। অনেক ভালো লাগলো কবি।
অনিন্দ্য এক কবিতা কবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন !" । আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন অনবদ্য প্রেমের কবিতা !" কবি দিতে পারেন বিস্তীর্ণ বাগান,দিগন্ত বিস্তৃত রাতের পুরো আকাশটা আর মাতাল করা ভালোবাসা । একজন প্রেমিকের কাছ থেকে আর এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। আমি অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ReplyDeleteঅনিন্দ্য প্রেমের কবিতা কবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন !" কবি প্রেমিকাকে সব দিতে পারেন বিস্তীর্ণ বাগান,দিগন্ত বিস্তৃত রাতের পুরো আকাশটা আর মাতাল করা ভালোবাসা । আমি অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়ি । ! আলোকরেখাকে ও আমার প্রিয় কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার প্রিয় কবিকে অনেক অনেক ভালোবাসা ।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "তুমি যখন" অনবদ্য প্রেমের কবিতা ! একজন প্রেমিক কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । আমি অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDeleteআমরা যারা প্রেম করি তারা প্রেমিকাকে দিতে চাই মাতাল করা ভালোবাসা। কিন্তু এমন করে বলার ভাষা নেই। অনেক সময় প্রেমিকা অভিমান করে। আমরা যদি এমন করে ভালোবাসার কথা বলতে পারতাম। অনেক শুভেচ্ছা।রায়হান শফিক
ReplyDeleteরায়হান শফিক আমিও আপনার সাথে একমত। ধন্যবাদ কবি এখন আপনার কবিতা দিয়ে প্রেমিকাকে খুশি করতে পারি। সত্যি অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমার প্রেমিকা অনেক অভিনামি। কোথায় কোথায় তার অভিমান। আমি কেন সুন্দর করে কথা বলতে পারি না। বলুন আমি কি আপনার মোট কবি কিন্তু মনে আছে মাতাল করা ভালোবাসা। এরপর অভিমানী প্রেমিকাকে নিয়ে একটা কবিতা লিখলে বিশেষ উপকৃত হব। হাল থাকুন আরো লিখুন।
Delete