বিষণ্ণ
বিকেল!
- সুনিকেত
চৌধুরী
বিষন্নতার
বিচরণ তো ছিলো
আমার
আংগিনা জুড়ে সেই কতকাল
তোমার
তো ছিলো বৈশাখ, ছিল ফাগুন
আর
ছিলো এক আকাশ কবিতা
!
উদ্দীপ্ত
আকাঙ্খা ছিলো, রৌদ্র ছিলো
ওভার
ব্রীজের ওপাড় ছিলো
পার্কে
প্রথম আলিঙ্গনের স্মৃতি ছিলো
বাস
স্টপে নেমে হাঁটা পথে ঝরা পাতার মর্মর ছিলো
পূর্ণিমা
ছিলো, পরিভ্রমণ ছিলো, অভিপ্রায় ছিলো
উজাড়
করে দেয়া ভালোবাসা ছিলো !
যুদ্ধ-ক্লান্ত বিকেলের ম্রিয়মান সূর্য্য
কিংবা
একান্ত সমর্পিত বুক বিহনে
বিষণ্ণতা
তো আমাকে ঘিরে !
তোমার
ব্যালকনির সুইং ডোর খোলা থাক
বৃষ্টির
জলে সিঞ্চিত হোক তোমার ঝুল বাগান !
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর বিষণ্ণ বিকেল!- আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো । ভালো থাকবেন।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর বিষণ্ণ বিকেল!- কবিতায় এক ভিন্ন ধারার কবিতা। প্রেমের কবি যখন বিষন্নতার কথা বলে। সেটা মেনে নিতে বেশ কষ্ট হয়। ভালো খাবেন কবি।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর বিষণ্ণ বিকেল!- অনবদ্য কবিতা ! একজন কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । আমি অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDeleteবিষন্নতার বিচরণ তো ছিলো
ReplyDeleteআমার আংগিনা জুড়ে সেই কতকাল
তোমার তো ছিলো
আর ছিলো এক আকাশ কবিতা ! এখানে কবি মনের হতাশা দেখা দিয়েছে বিষণ্নতা কবির আঙিনা জুড়ে। তবুও তার প্রেমিকার জীবনে এসেছে বৈশাখ, ছিল ফাগুন আর ছিলো এক আকাশ কবিতা !উদ্দীপ্ত আকাঙ্খা ছিলো, রৌদ্র ছিলো কিন্তু কবির বুকে বিষণ্ণতা। সুনিকেত চৌধুরীর বিষণ্ণ বিকেল!- অনবদ্য কবিতা !ভালো লাগলো।
বিষণ্ণতা মানুষের মনের ভিতরের অনুচ্চারিত গভীর বেদনা বা অব্যক্ত কষ্ট । বিষণ্ণতা মনের গহীনে লুকিয়ে থাকা ‘Secret sorrows’ যা বাইরের পৃথিবী টের পায়না। সুনিকেত চৌধুরীর ‘বিষণ্ণ বিকেল’ কবিতার অসাধারন ভাব, শব্দ চয়ন মন ছুয়ে গেছে। ‘বৃষ্টির জলে সিঞ্চিত হোক তোমার ঝুল বারান্দা’-- এই পঙক্তির কাব্যভাব সাবলীল ক্ষমতায় মনের বিষণ্ণতা বৃষ্টির জলের মতই ধুয়ে নিয়ে যায়। 'একান্ত সমর্পিত বুক বিহনে বিষণ্ণতা তো আমাকে ঘিরে!’-- কবির বিষণ্ণতার প্রচ্ছন্ন এক দীর্ঘশ্বাসও যেন এখানে ফুটে উঠেছে! আবেগ তাড়িত মনের ভাবকে অক্ষরের বুননে প্রান ছোঁয়া রুপ দিতে সুনিকেত চৌধুরী বরাবরের মত অতুলনীয়! নিরন্তর শুভকামনা কবি!
ReplyDelete