জীবন কুরুক্ষেত্রের শেষে সীতার মৃত্যু হয়নি
ধরিত্রী চৌচির হয়ে গিয়েছিলো শুধু
দেবীমা'ই এসব বললেন আমায়:
তিনি এলেন, দেখলেন, আশীর্বাদ করলেন
ধরলেন তার রনংদেহী রূপ....
“যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ
যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে
... আর আমিও আসন গেড়ে বসলাম
উবে গেল সব ভয়, সব সংশয়
দীঘির টলমল জলে রোজ সন্ধ্যে স্নান সেরে
শুভ্র ভেজা পূজোর শাড়ি জড়িয়ে রাখি জলদর্পনে
কেননা
রমনের নির্জনতায়
একদিন এই নমশূদ্র মেয়ের গর্ভে জন্ম নেবে তোমার সন্তান
শুনেছি অনার্যদের শেষ হতে হয় আর্যদের হাতেই
ওরা যে বৃশ্চিক
নমশূদ্র মেয়ে আমি,
আর্য পুরুষের প্রেমজলে স্নান সেরেছি মাত্র
বৃশ্চিক ছোবলে নীল হয়ে আছি...
ভাসতে ভাসতেই চলবো
ভাসতে ভাসতেই বেঁচে থাকবো
যেমন সুজাতা ভেসে থাকতেন নৈরঞ্জনায় বুদ্ধের অপেক্ষায়
আর এভাবে আমিই জিতে যাব একদিন
তাই শুনে রাখো বারবার শুনে রাখো
সময় যাবার যাক-- ও তো যাবার জন্যই
কিন্তু
আমি নির্বাসনে যাব না, যাব না, যাব না
যাব না কখনোইhttp://www.alokrekha.com
মুনা চৌধুরীর স্বপ্নের সমীকরণ অনিন্দ্য নন্দিত এক কবিতা। সীতার অগ্নি পরীক্ষা ধরণী চৌচির হয়ে গেছিল। কি সুন্দর করে কবি এখানে অংকিত করেছেন। স্বয়ং দেবী দূর্গা প্রকট হয়েছে।." আর আমিও আসন গেড়ে বসলাম.উবে গেল সব ভয়, সব সংশয়"---এতো সত্যি কথাগুলো। দারুন ভালো লাগলো। শুভেচ্ছা কবি।
ReplyDeleteমুনা চৌধুরীর "স্বপ্নের সমীকরণ " মহালয়ায় প্রযোজ্য। দেবী দুর্গার আগমন “যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ”.ধন্যবাদ কবি।
ReplyDeleteমুনা চৌধুরীর স্বপ্নের সমীকরণ আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি । ভালো থাকবেন। দারুন ভালো লাগলো। শুভেচ্ছা কবি।
ReplyDeleteমুনা চৌধুরীর "স্বপ্নের সমীকরণ " শুনেছি অনার্যদের শেষ হতে হয় আর্যদের হাতেই ওরা যে বৃশ্চিক নমশূদ্র মেয়ে আমি,আর্য পুরুষের প্রেমজলে স্নান সেরেছি মাত্র বৃশ্চিক ছোবলে নীল হয়ে আছি...ভাসতে ভাসতেই চলবো ভাসতে ভাসতেই বেঁচে থাকবো -কি অভূতপূর্ব অনুভূতির কবিতা। পরে খুব ভালো লাগলো। অনেক অভিনন্দন।
ReplyDelete“যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ”.ধন্যবাদ কবি।
ReplyDeleteআমি মুনা চৌধুরীর অনেক বড় ভক্ত।তার লেখা আমাদের হৃদয় ছুঁয়ে যায় ,সে কবিতায় হোক আর শুভাশিরের পত্রই হোক। আজকের স্বপ্নের সমীকরণ শুধু মন ছুঁয়ে যায় নি সমাজের এক অধ্যায় রচিত হয়েছে। খুব ভালো ! দারুন ! অনেক ভালোবাসা নেবেন।
ReplyDeleteমুনা চৌধুরীর অনেক বড় ভক্ত। অনবদ্য কবিতা ! একজন কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । আমি অপেক্ষায় থাকি কবি মুনা চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
Deleteপাঠকের ভালোলাগাই আমার লেখার প্রেরণা. আপনাদের সবাইকে ধন্যবাদ.
ReplyDelete