আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও স্বপ্নের সমীকরণ / মুনা চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    স্বপ্নের সমীকরণ / মুনা চৌধুরী















    স্বপ্নের সমীকরণ / মুনা চৌধুরী


    জীবন কুরুক্ষেত্রের শেষে সীতার মৃত্যু হয়নি
    ধরিত্রী চৌচির হয়ে গিয়েছিলো শুধু

    দেবীমা' এসব বললেন আমায়:
    তিনি এলেন, দেখলেন, আশীর্বাদ করলেন
    ধরলেন তার রনংদেহী রূপ....
    যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা
    নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ
    যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে  
                                    নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ
    ... আর আমিও আসন গেড়ে বসলাম
    উবে গেল সব ভয়, সব সংশয়

    দীঘির টলমল জলে রোজ সন্ধ্যে স্নান সেরে
    শুভ্র ভেজা পূজোর শাড়ি জড়িয়ে রাখি জলদর্পনে
    কেননা
    রমনের নির্জনতায়
    একদিন এই নমশূদ্র মেয়ের গর্ভে জন্ম নেবে তোমার সন্তান

    শুনেছি অনার্যদের শেষ হতে হয় আর্যদের হাতেই
    ওরা যে বৃশ্চিক
    নমশূদ্র মেয়ে আমি,
    আর্য পুরুষের প্রেমজলে স্নান সেরেছি মাত্র
    বৃশ্চিক ছোবলে নীল হয়ে আছি...
    ভাসতে ভাসতেই চলবো
    ভাসতে ভাসতেই বেঁচে থাকবো 
    যেমন সুজাতা ভেসে থাকতেন নৈরঞ্জনায় বুদ্ধের অপেক্ষায়
    আর এভাবে আমিই জিতে যাব একদিন

    তাই শুনে রাখো বারবার শুনে রাখো
    সময় যাবার যাক-- তো যাবার জন্যই
    কিন্তু
    আমি নির্বাসনে যাব না, যাব না, যাব না
    যাব না কখনোই

     http://www.alokrekha.com

    8 comments:

    1. কৃষ্ণা সেনSeptember 29, 2019 at 3:55 PM

      মুনা চৌধুরীর স্বপ্নের সমীকরণ অনিন্দ্য নন্দিত এক কবিতা। সীতার অগ্নি পরীক্ষা ধরণী চৌচির হয়ে গেছিল। কি সুন্দর করে কবি এখানে অংকিত করেছেন। স্বয়ং দেবী দূর্গা প্রকট হয়েছে।." আর আমিও আসন গেড়ে বসলাম.উবে গেল সব ভয়, সব সংশয়"---এতো সত্যি কথাগুলো। দারুন ভালো লাগলো। শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    2. রাতুল সেনSeptember 29, 2019 at 5:26 PM

      মুনা চৌধুরীর "স্বপ্নের সমীকরণ " মহালয়ায় প্রযোজ্য। দেবী দুর্গার আগমন “যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ”.ধন্যবাদ কবি।

      ReplyDelete
    3. শফিক রায়হানSeptember 29, 2019 at 5:30 PM

      মুনা চৌধুরীর স্বপ্নের সমীকরণ আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি । ভালো থাকবেন। দারুন ভালো লাগলো। শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    4. চিত্রা রায়September 29, 2019 at 5:32 PM

      মুনা চৌধুরীর "স্বপ্নের সমীকরণ " শুনেছি অনার্যদের শেষ হতে হয় আর্যদের হাতেই ওরা যে বৃশ্চিক নমশূদ্র মেয়ে আমি,আর্য পুরুষের প্রেমজলে স্নান সেরেছি মাত্র বৃশ্চিক ছোবলে নীল হয়ে আছি...ভাসতে ভাসতেই চলবো ভাসতে ভাসতেই বেঁচে থাকবো -কি অভূতপূর্ব অনুভূতির কবিতা। পরে খুব ভালো লাগলো। অনেক অভিনন্দন।

      ReplyDelete
    5. সৌগত ব্যানার্জিSeptember 29, 2019 at 5:37 PM

      “যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শবদিতা নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ”.ধন্যবাদ কবি।

      ReplyDelete
    6. আমি মুনা চৌধুরীর অনেক বড় ভক্ত।তার লেখা আমাদের হৃদয় ছুঁয়ে যায় ,সে কবিতায় হোক আর শুভাশিরের পত্রই হোক। আজকের স্বপ্নের সমীকরণ শুধু মন ছুঁয়ে যায় নি সমাজের এক অধ্যায় রচিত হয়েছে। খুব ভালো ! দারুন ! অনেক ভালোবাসা নেবেন।

      ReplyDelete
      Replies
      1. জয়দেব স্যান্নালSeptember 29, 2019 at 9:21 PM

        মুনা চৌধুরীর অনেক বড় ভক্ত। অনবদ্য কবিতা ! একজন কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । আমি অপেক্ষায় থাকি কবি মুনা চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।

        Delete
    7. পাঠকের ভালোলাগাই আমার লেখার প্রেরণা. আপনাদের সবাইকে ধন্যবাদ.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ