অগ্নিশ্বর একটি দেশপ্রেমিক, আদর্শবাদী চিকিৎসকের জীবন নিয়ে ১৯৭৫ সালের ভারতীয় বাংলা ভাষার একটি নাটক চলচ্চিত্র। গল্পটি বালাই চাঁদ মুখোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস অগ্নি দ্বারা অনুপ্রাণিত। আরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন উত্তম কুমার, মাধবী মুখার্জি, পার্থ মুখোপাধ্যায় এবং তরুণ কুমার
অগ্নিশ্বর এমন একজন চিকিৎসক যিনি সত্য কথা বলতে কখনও দ্বিধা করেন না। এক সাহসী ব্যক্তিত্ব এবং সৎ, গভীরভাবে মানবিক, নীতিবোধের মানুষ, তাঁর পুরো জীবন দরিদ্র মানুষের চিকিত্সায় ব্যয় করে। এই প্লটটি এমন এক দেশপ্রেমিক চিকিৎসকের চারদিকে ঘোরে যিনি বাংলার ভাঙা সমাজে নৈতিক মেরুদণ্ড দেন। তাঁর মৃত্যুর পরে, তিনি আবার একই দেশে জন্মগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখা ভালো লাগার আরেকটি কারণ এখানে সব কিছু পাওয়া যায়।
ReplyDeleteঅগ্নিশ্বর একটি বিখ্যাত ছবি দেখার ব্যবস্থা করে দেবার জন্য ধন্যবাদ ।
অগ্নিশ্বর ছবিটা দেখে খুব ভালো লাগলো। উত্তম কুমারের কি দুর্দান্ত অভিনয় কি গল্পের কাঠামো। এক কথায় দারুন। আলোকরেখাকে ধন্যবাদ।
ReplyDelete