সানজিদা রুমি
আমি এক ফলবান বৃক্ষ
শাখা প্রশাখা আমার অঙ্গ প্রতঙ্গ ।
সহস্র শ্রমে ফলে ফুলে ভরিয়েছি নিজেকে
স্নেহ ভালোবাসায় ভরিয়ে রেখেছি সারাক্ষন শাখা প্রশাখাকে।
কত পাখি গায়- বাসা বাঁধে -ভালোবাসে সুখ সারি।
ক্লান্ত পথিক দুপুর রোদে জিরোয় আমার ছায়ায়
অথচ আমার আজন্মের সাধ ছিলো--
উড়ে বেড়াবো প্রাণের উল্লাসে সাদা মেঘের ভেলায় ।
রাখালের বাঁশির সুরে সুরে চলে যাবো দুর খেয়ায়।
আমি যে চলার শক্তি হারিয়েছি
সংসার জমিনে সুন্দর বাগান সাজিয়েছি।
গভীর থেকে গভীরতর হচ্ছে আমার শেকড় --
নতুন অপরাজিতা ফুটেছে আমার বাগান অঙ্গনে।
কত রঙের প্রজাপতি এসে ভীড় করে
কত রঙের ফুল সুগন্ধে ভরায়
আপন রসে উৎসরি।
ভালো লাগে যখন পাখির কলতানে
আন্দোলিত হয় আমার শাখা পল্লব।
মুগ্ধ হয়ে চেয়ে থাকি-
বুকের মধ্যে এক ধরণের মায়া জাগে -এক শক্ত বাঁধনে
বাঁধা পড়েছি সংসার নামের এই ফলবান নন্দন কাননে।সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে নিজেকে বেঁধে রেখেছে সংসার বাঁধনে। নিজেকে তুলনা করেছেন নিজেকে এক ফলবান বৃক্ষের সাথে।শাখা প্রশাখা অঙ্গ প্রতঙ্গ ।সহস্র শ্রমে ফলে ফুলে ভরিয়েছি নিজেকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে রেখেছে সারাক্ষন শাখা প্রশাখাকে।জীবন চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteকখনো শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় মোড়া এই সংসার। " আমি এক ফলবান বৃক্ষ" এতেই সানজিদা রুমির "বন্ধন" কবিতার মূল বক্তব্য। ফলবান বৃক্ষের শেকড় মজবুত হয়। দৃঢ় হয় সংসার জীবনে। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteসানজিদা রুমির "বন্ধন" কবিতার মূল বক্তব্য "কত পাখি গায়- বাসা বাঁধে -ভালোবাসে সুখ সারি।ক্লান্ত পথিক দুপুর রোদে জিরোয় আমার ছায়ায় কতজন নিশ্চিন্তে আমার কোলে নিদ্রা যায়।" মাতৃত্বের এক অভিভূত রূপ। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteদারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা। অনেক অনেক ভালো লাগলো কবি।
ReplyDeleteসানজিদা রুমি "বন্ধন" কবিতা পড়ে খুব ভালো লাগলো। সংসার বন্ধন অনেক বড়। কবি এখানে অনেক সুন্দর করে তার বর্ণনা করেছেন। শাখা প্রশাখা সন্তান সন্তুতি ফুল ফল তাদের সন্তান। কি অপরূপ রূপে বর্ণনা করেছেন। অনবদ্য কবিতা। অনেক অভিনন্দন কবি। রেজা মাহমুদ
ReplyDeleteসানজিদা রুমি "বন্ধন" কবিতা পড়ে খুব ভালো লাগলো। সংসার বন্ধন অনেক বড়। কবি এখানে অনেক সুন্দর করে তার বর্ণনা করেছেন। "অথচ আমার আজন্মের সাধ ছিলো--উড়ে বেড়াবো প্রাণের উল্লাসে সাদা মেঘের ভেলায় ।রাখালের বাঁশির সুরে সুরে চলে যাবো দুর খেয়ায়।" এই কথাগুলোর মাঝে তার সাধ থাকে তার ইচ্ছে বিশেষ ভাবে বর্ণিত হয়েছে। দারুন কবিতা। অনেক অনেক ধন্যবাদ এমন একটি কবিতা উপহার দেবার জন্য।
ReplyDeleteসানজিদা রুমির "বন্ধন" কবিতা খুব ভালো লাগলো।জীবনের বন্ধন সংসার বন্ধন। এখানে একবার যে পা রাখবে আঁটকে যাবে আজীবন। এর সৌন্দয্য এর আকর্ষণ ভালোবাসা এমনি যে এর বন্ধনে বুকের মধ্যে এক ধরণের মায়া জাগে -এক শক্ত বাঁধনে বাঁধা পড়ে সংসার নামের এই ফলবান নন্দন কাননে।অনবদ্য।
ReplyDelete