সানজিদা রুমি
ভোরের
আলো হয়ে তুমি এলে
আমাদের
কোলে।
যেদিন
জানলাম "মেয়ে” হয়ে জন্মাবে তুমি
প্রার্থনা করেছি
ঈশ্বরের কাছে
আমার
মত জোনাকির-প্রাণ ক্ষণের নিভে আর জ্বলে।
ছোটে
দিশেহারা আকুল চঞ্চল
কাঁদতে
জানে শুধু ভেজায় অঞ্চল।
সে
রকমটা হবে নাকো তুমি --
তুমি
হবে স্রোতস্বিনী ,সূর্যের প্রখর জ্যোতি
অতৃপ্ত
বেদনায় বিভীষিকায় উদাসী নও
হবে
দুর্বার দুরন্ত গতি।
আর
জেনো --
আমার
সকল গান সকল কবিতা তোমার জন্য।
রাতের
শিশির হবে তোমায় ভালোবাসায় সিঞ্চিত করতে
আকাশে
মেঘ হব তোমায় ছায়া
দিতে।
শ্রাবনের
বৃষ্টি হব
অঝোর ধারায়-
মুছে
দিতে গ্লানি জরাজীর্ণ যত।
এই
জীবনে যা কিছু পেয়েছে
আমি
সব
থেকে বড় পাওয়া তুমি।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমির তুমি। আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কোবো। ভালো থাকবেন।
ReplyDeleteসানজিদা রুমি তুমি। কবিতা সুন্দর। পড়ে খুব ভালো লাগলো। তবে এখানে তুমি বলতে উনি কাকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। কবিতার শব্দ ও পংতিগুলো অনন্য। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteসানজিদা রুমি তুমি।বরাবরের মত খুব কবিতা সুন্দর। পড়ে খুব ভালো লাগলো। তবে এখানে তুমি বলতে উনি কাকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয় কেন ? এখানে তিনি বলছেন "ভোরের আলো হয়ে তুমি এলে আমাদের কোলে।
Deleteযেদিন জানলাম "মেয়ে” হয়ে জন্মাবে তুমি" এটা তাঁর মেয়েকে লিয়েই লেখা। কি অপরূপ ভাবে বর্ণনা করেছেন সত্যি তা অনন্য। অনেক শুভেচ্ছা কবি।
সানজিদা রুমি তুমি।কবিতা কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ,খুবই ভালো লাগলো পড়ে। অভিনন্দন !
ReplyDeleteসানজিদা রুমি তুমি।কবিতা কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ ,খুবই ভালো লাগলো পড়ে।"আমার সকল গান সকল কবিতা তোমার জন্য।
ReplyDeleteরাতের শিশির হবে তোমায় ভালোবাসায় সিঞ্চিত করতে আকাশে মেঘ হব তোমায় ছায়া দিতে।শ্রাবনের বৃষ্টি হব অঝোর ধারায়-মুছে দিতে গ্লানি জরাজীর্ণ যত।এই জীবনে যা কিছু পেয়েছে আমি।" একটা মেয়ের আর কি পাওয়া থাকতে পারে তার মায়ের কাছ থেকে। অনবদ্য। অভিনন্দন !