ভালোবাসা-
সঞ্জয় দাস
ভালোবাসা-
গায়
সাম্যের গান
সুর
মাধুর্য ভাঙে শৃঙ্খল।
ভালোবাসা-
ভাসে
মুক্ত ভেলায়
পালতোলা
নাওয়ে উজান বেলায়।
ভালোবাসার-
নাই
কূল প্রান্তর-
ভালোবাসা-
তো
জীবন্ত সজীব
ভয়
বাঁধা জ্বলন্ত প্রদীপ।
ভালোবাসা-
বলে
হতে আমর
বিলিয়ে
দিতে যা সুন্দর।
ভালোবাসা-
এক
অম্লান আশা
অনন্ত
অক্ষর যার ভাষা।
ভালোবাসা-
নয়
পাবার আশা
যা
সুন্দর অন্তরে মাখা।
ভালোবাসা-
মানে
অকৃত্রিম শ্রদ্ধা
মনের
মধ্যে স্পষ্ট ব্যক্ত।
ভালোবাসা-
মানে
পবিত্র আত্মা
অসীমের
মাঝে শৃঙ্খল সত্তা।
ভালোবাসা-
হয়
তরল পাতলা
প্রয়োজনে
সে কঠিন অখণ্ড।
ভালোবাসা-
হয়
শান্ত প্রকৃতিৱচারি ধার উজ্জ্বল অতি।
ভালোবাসা-
হয়
স্বার্থ ত্যাগী
অন্যের
মঙ্গল প্রথম দাবি।
ভালোবাসা
মানুষের
অন্তরে ধ্বনি
যার
ব্যাপ্তি অনন্ত কাহিনী।
ভালোবাসা-
তো
উন্নত অতি-
কঠোর
মানে মোমের বাতি।
ভালোবাসা-
তো
অনন্য উপলব্ধি
অসীম
জ্ঞানের সূক্ষ্ম উক্তি।
ভালোবাসা-
জানে
জীবনের মানে
আনন্দ
দুঃখের ক্ষণে-ক্ষণে
ভালোবাসা-
জানে
মুক্ত হতে ভালোবেসে ধরণী ভরিয়ে দিতে।
ভালোবাসা-
বলে
মরু প্রান্তরে
তপ্ত
রোদে দৃপ্ত পদে।
ভালোবাসা
উড়ে
মুক্ত মনে
দ্বিধাহীন
কোন অন্ত প্রাণে।
ভালোবাসা-
আসে
স্বর্গ হতে
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ