বিষাদ বিনাশী ওম !
- আশরাফ আলী।
সুদূর সমুদ্রের তট কিংবা বেলাভূমি
তোমার পদচিহ্ন স্থায়ী বালুরাশির স্মৃতিতে।
আজকের অপরাহ্নের আবহাওয়া
বার্তার ঝড়ের আভাসে
উদ্বেলিত হৃদয় আমার
সেই স্মৃতিতে মুখগোঁজে
খোঁজে তোমার হৃদয়
উৎসারিত
বিষাদ বিনাশী ওম !
http://www.alokrekha.com
আশরাফ আলীর বিষাদ বিনাশী ওম !আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি । ভালো থাকবেন। দারুন ভালো লাগলো। শুভেচ্ছা কবি।
ReplyDeleteআশরাফ আলীর বিষাদ বিনাশী ওম ! দারুন অনুভূতি কবিতা মনটা ভরিয়ে দিল।বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteআশরাফ আলীর বিষাদ বিনাশী ওম ! চমৎকার অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। স্মৃতি নিয়েই আমরা বাঁচি। স্মৃতি বেলা ভূমির মত চিরস্থায়ী নয় কিন্তু মনের মনিকোঠায় থেকে যায় আজীবন। খুব ভালো লাগলো।
ReplyDeleteআশরাফ আলীর বিষাদ বিনাশী ওম ! চমৎকার অনবদ্য কবিতা। জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি। ভালো থাকবেন কবি।
ReplyDeleteআশরাফ আলীর বিষাদ বিনাশী ওম ! অনবদ্য কবিতা। ওম আমাদের উষ্ণতা দেয়। তাই কবির মনে যে বিষাদ সে প্রেমিকার বুকে মুখ গুঁজে খুঁজে ওম। খুব সুন্দর।
ReplyDelete