- আশরাফ আলী
ঘড়ির কাঁটা রাত্রির মধ্যযাম ছাড়িয়ে
পেরিয়েছে কিছুটা সময়
পেরিয়েছে কিছুটা সময়
টেলিফোনে "Unknown" কল জানান দেয়
আজ আমার জন্মদিন!
আজ আমার জন্মদিন!
অনেক দূরের একান্ত কাছের কণ্ঠে "Happy Birthday to You!"
স্মরণে আনে জীবনের পথে কে রেখেছে মনে
একসাথে হাঁটামেঠোপথ
একসাথে হাঁটামেঠোপথ
কে জানে আমার "ভালোলাগা"র
গভীরতা আর আমার "being there"!
গভীরতা আর আমার "being there"!
আর অন্য যেকোন একটা দিনের মত
একটা দিন বৈতো নয়
একটা দিন বৈতো নয়
তবু কেন দূরাগত একটা বাক্য দিনটাকে করে দেয়
http://www.alokrekha.com
- আশরাফ আলীর শুভ জন্মদিন! কবিতা গতানুগতিক কবিতার মত নয়। কবি বাস্তব চিত্র তুলে ধরেছেন। একটা unknown ফোন কল কবির জন্মদিনটি অনন্য করে তুলেছে। তাই আমরা ও কবির দিনটি অনন্য করতে বলি "শুভ জন্মদিন কবি। ভালো থাকবেন।
ReplyDelete- আশরাফ আলীর শুভ জন্মদিন! হৃদয়ের কাছাকাছি সুন্দর একখানি কবিতা। রাত ১২ টায় আমরা অপেক্ষায় থাকি কেউ যেন কল করে বলুক হ্যাপি বার্থডে। সেই মুহূর্তটা ভাললাগার চরম। মনে হয় আমার জন্মদিন স্মরণে একান্তের মানুষ গুলো শুভেচ্ছে দিক। যেমন দিয়েছে কবির এককন্ট কাছের মানুষ। খুব ভালো লাগলো কবিতা। শুভ জন্মদিন কবি।
ReplyDeleteআশরাফ আলীর শুভ জন্মদিন! কবিতাটা পরে খুব ভালো লাগলো। জন্মদিন একটি বিশেষ দিন। ভালোলাগার দিন। আর সেদিন যদি হৃদয়ের কাছের মানুষ ফোন করে বলে " "Happy Birthday to You!". দিনটি আরো বিশেষ হয়ে যায়। মনে হয় কোথাও কেউ আমার আছে যে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। খুব ভালো লাগলো।
ReplyDeleteনিজের জন্মদিন আমরা প্রায়শই ভুলে যাই কাজের চাপে। তখন যদি মধ্যে রাতে একটা কল আসে "Happy Birthday to You!"একান্ত কাছের কণ্ঠে। এর থেকে ভালো জন্মদিন আর কি থাকতে পারে ?কবির জন্মদিনে আমরাও কবিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।
ReplyDelete- আশরাফ আলীর শুভ জন্মদিন! কবিতাটা ছোট্ট কবিতা। কোন গভীর কঠিন শব্দে মালা দিয়ে অংকিত নয়। কিন্তু খুবই আন্তরিক বিষয় বস্তু। জন্মদিন একটি বিশেষ দিন।"Happy Birthday to You!".কানে এসে বাজে মধুর ঝংকারে। শুভ হয়ে যায় সারা দিনটা।
ReplyDeleteশুভ জন্মদিন! আশরাফ। আমরা তো জানি না আপনার জন্মদিন আজ। জানলে মধ্যরাতে ফোন করে আমরাও হ্যাপি বার্থডে জানতাম। হয়তো আমরা একান্ত কাছের মানুষ নোই তাই। যাই হোক জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
ReplyDelete,জন্মদিনের মধ্যরাতে একান্ত আপনজন ফোন করে বলে শুভ জন্মদিন মনের ভিতর এক অনুভূতি জন্মে তা বর্ণনাতীত ,কিন্তু কবি আশরাফ আলীর শুভ জন্মদিন!কবিতায় কবি যে বর্ণনা করেছেন তা সত্যি অনন্য। একজন আছে কোথাও কোন জায়গায় যে আমাকে মনে রাখে তা একটি সাধারণ দিনকে অনন্য করে তোলে। অনেক ভালো লাগলো কবিতাটা পড়ে। ভালো থাকবেন। শুভ জন্মদিন।
ReplyDelete