প্রথমেই অনিচ্ছাকৃত অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। হঠাৎ করেই আলোকরেখায় হ্যকিং ও ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল। জানি না কে বা কাহারা এই দুষ্ট ও ঘৃণিত কাজ করেছিল। সব কিছু এলোমেলো হয়ে গেছিল এমন কি আমি আলোকরেখায় লগ ইন করতে পারছিলাম না। কিন্তু আপনাদের ভালোবাসা ও শুভ কামনায় প্রায় সব ঠিক করতে পেরেছি।দুই একদিনের মধ্যেই নিয়মিত প্রকাশনা ও কার্যক্রম শুরু হবে।
আগেও আলোকরেখা হ্যাক হয়েছে। ভাইরাসের অনুপ্রবেশ ঘটানো হয়েছে। তবুও আলোকরেখাকে অবদমিত করতে পারেনি। আলোকরেখার যাত্রা পথ যতই বন্ধুর হোক না কেন আমি দৃঢ় বিশ্বাস যাই হোক না কেন যত আপনারা আলোকরেখার সাথে থাকবেন। আপনারা যে আলোকরেখাকে এত ভালোবাসেন এটাই আলোকরেখার পাথেয়। নতুন কিছু প্রকাশিত না হওয়াতেও আপনারা পুরোনো পোস্টগুলো খুঁজে খুঁজে পড়েছেন। এটা আলোকরেখার জন্য অনেক বড় পাওয়া। অনেক ভালোবাসা ও শুভ কামনা।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
আমরা আলোকরেখার সাথে ছিলাম থাকবো। যারা কারো ভালো দেখতে পারে না। তারাই এ ধরণের নিকৃষ্ট কাজ করে। আমরা তাদের রুখতে আলোকরাখার সাথে আছি। এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ReplyDeleteআমরা আলোকরেখার সাথে ছিলাম থাকবো।এ ধরণের নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।
ReplyDelete