আমাদের
উপখ্যান !
- সুনিকেত
চৌধূরী
শৈবাল
শঙ্কা সন্তপ্ত হৃদয়ে সমুদ্র সাঁতারে যেওনা
যেওনা
চাঁদের আলোয় অরক্ষিত হৃদয় যখন।
আর
যদি যাও তবে শক্ত করে ধোরো হাত
মেলে
দিও ভঙ্গুরতা যত
যদি
বল, যাবো চলে কষ্ট যদি দাও -
যদি
বল, দেব তোমায় আমার যত শিশির পদ্মপাতায়
যদি
ভালোবাসো -
যদি
বল, দেব উজাড় করে আমার পেলবতা
শর্ত-পূরণ যদি কর -
ভালোবাসা
নদীতে হবে না স্নান সমাপন
হবেনা
উদযাপন সমর্পনের পালা।
মাঝামাঝি
নেই কোন পথ
দুরু
দুরু বক্ষ দ্বিধান্বিত মন
এই
নিয়ে লেখা
http://www.alokrekha.com
আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধূরী।তিনি প্রেমের কবি। আমাদের উপখ্যান ! ভিন্নধর্মী কবিতা। কি অপূর্ব ভাবে বর্ণিত হয়েছে আমরা যাতে প্রস্তুত নই সে কাজ করার প্রয়াস ই করা উচিত নয়। আর যদি যেতেই হয় তবে সকল পরিণতি মেনে নিয়েই যেতে হবে। কিন্তু যদি ভালবাসার পাখি ডানা মেলে দেয় তবে অরক্ষিত হবার সম্ভাবনা নেই আর মাঝামাঝি নেই কোন পথ দুরু দুরু বক্ষ দ্বিধান্বিত হয় মন তা নিয়ে লেখা " আমাদের উপখ্যান !"
ReplyDeleteআমাদের প্রিয় কবি সুনিকেত চৌধূরী।আমাদের উপখ্যান !কবিতায় তিনি কি বোঝাতে চেয়েছেন। কিছুই বুঝতে পারিনি। পড়তে ভাল লেগেছে। তবে মাত্রা ও ছন্দের দিকে খেয়াল দিলে হয়তো বা বোধগম্য হত।
ReplyDeleteকবি সুনিকেত চৌধূরীর "আমাদের উপখ্যান "!কবিতা অনবদ্য। কবি যে ভাবে বর্ণনা করেছেন ভীত সন্তপ্ত হৃদয়ে সমুদ্র সাঁতারে যেওনা--,অরক্ষিত হৃদয়কে চাঁদের ছটা ঝলসে দিতে পারে তা সত্যি প্রশংসার দাবি রাখে। খুব ভালো একটি পড়ার উপযুক্ত কবিতা। অভিনন্দন কবি।
ReplyDeleteআজ বহুদিন পর আলোকরেখায় কোন কিছু প্রকাশিত হল। নতুন কিছু না পেয়ে পুরানো লেখাই পড়ি। আজ কবি সুনিকেত চৌধূরীর "আমাদের উপখ্যান "!কবিতা অনবদ্য। খুব ভালো লাগলো অভিনন্দন কবি।
ReplyDeleteবহুদিন পর আলোকরেখায় কবি সুনিকেত চৌধূরীর লেখা পোস্ট হল। আমরাও নতুন কিছু না পেয়ে পুরানো লেখাই পড়ি। আজ কবি সুনিকেত চৌধূরীর "আমাদের উপখ্যান "!কবিতা খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধূরীর "আমাদের উপখ্যান "!কবিতা পড়ে খুব ভালো লাগলো।ভালোবাসা কবি।
ReplyDelete