কাঁচাঘর / মুনা চৌধুরী
ভেজা মাটির নিকোনো ঘরটা এখন তৈরী হচ্ছে.
পশলা পশলা বৃষ্টি এসে সেটাকে বার বার ভিজিয়ে দিয়ে যাচ্ছে.
কালরাতে মনিটরের সব বক্ররেখাগুলো একসময় সরল হয়ে গেলো
কাচঘরের এপারে ছিলাম আমি- ওপারে তুমি, তোমরা সবাই.
জীবনের সব কঠিন সমস্যাগুলো যেন এক নিমেষে সমাধান হয়ে গেলো.
সত্যি সত্যি কোনো miracle আমায় আর জাগিয়ে রাখলো না ।
মনে আছে, miracle আর বিশ্বাসের গল্পগুলো তোমায় আমিই বলতাম.
পশলা পশলা বৃষ্টিতে সযতনে তুমি আমার শরীরখানা নামিয়ে দিও.
আমায় শুইয়ে দিও ভেজা মাটির নতুন ঘরে. শুভ্রতার উপর
আমার মাথায় হাত রেখো; হাত রেখো তোমার আশির্বাদে;
শেষ বারের মতো হাত রেখো ভালোবাসায় আর অভিমানে.
তুমি কি থাকতে পারো আজ রাতে?
একটা বিনিদ্র রাত্রিতে তুমি কি পারোনা আমার পাশে জেগে বসে থাকতে?
http://www.alokrekha.com
ভেজা মাটির নিকোনো ঘরটা এখন তৈরী হচ্ছে.
পশলা পশলা বৃষ্টি এসে সেটাকে বার বার ভিজিয়ে দিয়ে যাচ্ছে.
কালরাতে মনিটরের সব বক্ররেখাগুলো একসময় সরল হয়ে গেলো
কাচঘরের এপারে ছিলাম আমি- ওপারে তুমি, তোমরা সবাই.
জীবনের সব কঠিন সমস্যাগুলো যেন এক নিমেষে সমাধান হয়ে গেলো.
সত্যি সত্যি কোনো miracle আমায় আর জাগিয়ে রাখলো না ।
মনে আছে, miracle আর বিশ্বাসের গল্পগুলো তোমায় আমিই বলতাম.
পশলা পশলা বৃষ্টিতে সযতনে তুমি আমার শরীরখানা নামিয়ে দিও.
আমায় শুইয়ে দিও ভেজা মাটির নতুন ঘরে. শুভ্রতার উপর
আমার মাথায় হাত রেখো; হাত রেখো তোমার আশির্বাদে;
শেষ বারের মতো হাত রেখো ভালোবাসায় আর অভিমানে.
তুমি কি থাকতে পারো আজ রাতে?
একটা বিনিদ্র রাত্রিতে তুমি কি পারোনা আমার পাশে জেগে বসে থাকতে?
http://www.alokrekha.com
মুনা চৌধুরীর কাঁচাঘর কবিতাটা পরে মনটা ভিজে গেল। মাটির নিচে কাঁচা ঘরের যে বর্ণনা তিনি উপস্থাপন করেছেন তা মনকে ছুঁয়ে যায়। ভেজা মাটির নিকোনো ঘরটা এখন তৈরী হচ্ছে. আমাদের শেষ যাত্রার উদ্দেশ্যে আর পশলা পশলা বৃষ্টি সেটাকে বার বার ভিজিয়ে দিয়ে যাচ্ছে--মানে চোখের জলে ভিজে যাওয়া মাটি। কি দারুন বর্ণনা। অনেক শুভ কামনা মুনা চৌধুরী।
ReplyDeleteমুনা চৌধুরীর কাঁচাঘর অনেক সুন্দর লেখা। সরল সোজা শব্দ চয়ন অথচ হৃদয় ভেদি ভাবের মাধ্যমে লেখাটা অনবদ্য হয়ে উঠেছে। কালরাতে মনিটরের সব বক্ররেখাগুলো একসময় সরল হয়ে গেলো কাচঘরের এপারে ছিলাম আমি- ওপারে তুমি, তোমরা সবাই.।খুব ভালো লেগেছে এই পংতিগুলো। বক্র রেখাগুলো সোজা হয়ে গেলে -জীবনের সব কঠিন সমস্যাগুলো যেন এক নিমেষে সমাধান হয়ে যাওয়া। ধন্যবাদ কবি। আপনার লেখা আরো চাই আলোকরেখার কাছে সবিনয় নিবেদন।
ReplyDeleteমুনা চৌধুরীর কাঁচাঘর অনেক সুন্দর লেখা। হৃদয়ের তন্ত্রীতে বাজে। কষ্টের প্রেমের কবিতা।প্রেমিকের কাছে নিবেদন শেষ যাত্রায় যেন সে সাথী হয়। প্রেম বিরহের এমন কবিতা বিরল। হৃদয়য়ের কাছাকাছি।
ReplyDeleteমুনা চৌধুরীর কাঁচাঘর লেখাটা বুকের ভেতর যেয়ে বিঁধলো।খুব অনন্য লেখা কবিতা। বক্র লেখাগুলো একবার সরল হলে কি মিরাকেল হতে পারে না। কথাটা সত্য নয় অনেক ক্ষেত্রে। আমার জীবনে দেখা এই মিরাকেল দেখেছি।
ReplyDeleteমুনা চৌধুরীর কাঁচাঘর পড়ে দৃশ্যটা চিন্তা করতেই চোখটা ভরে গেল পানিতে।
ReplyDeleteপশলা পশলা বৃষ্টিতে সযতনে তুমি আমার শরীরখানা নামিয়ে দিও.
আমায় শুইয়ে দিও ভেজা মাটির নতুন ঘরে. শুভ্রতার উপর
আমার মাথায় হাত রেখো; হাত রেখো তোমার আশির্বাদে; " এই কথাগুলো প্রাণের পরতে পরতে দাগ কেটে গেল। কি গভীর প্রেম। অনেক ভালো লাগলো কবি। ভালো থাকবেন। শুভ কামনা।
মুনা চৌধুরীর কাঁচাঘর পড়ে কষ্ট ছাড়া আর কিছুই নেই। যে জীবনে পাশেই আছে -মরনে দূরে যাবে কোথায়।
ReplyDelete