"আমার সারাটা দিন মেঘলা আকাশ"
আমার সারাটা দিন, মেঘলা আকাশ,
বৃষ্টি – তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
আজ অনেকদিন পর আলোকরেখায় কিছু প্রকাশিত হল। তাও আমার প্রিয় গান। এই গানটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। অনেক শুভ কামনা আলোকরেখার জন্য।
ReplyDeleteঅনেকদিন পর আলোকরেখায় আমার প্রিয় গান প্রকাশিত হল। অনেক শুভ কামনা আলোকরেখার জন্য।
ReplyDelete