শিশির ভেজা রাতে
সানজিদা রুমি
এই শিশির ভেজা রাতে
সদ্য বেদনা স্নাত আমার স্মৃতি
ভেজা ভেজা চোখের পাতা
ব্যাকুল মন অতৃপ্ত আত্মা।
আমার ললাটে তোমার চোখের জল
সবুজ ঘাসের মাঠে নীল আকাশের আঙিনায়
খুঁজছো আমায় --- এক বিস্ময় !
পৃথিবীতে নেই নেই জলে স্থলে
নেই সমুদ্রের নোনা জলে।
আমায় পাবে মানুষের অন্তরে
লুকিয়ে আছি তোমার হৃদয় গহবরে।
নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
চির কালের চেনা তোমার গহীন মনে।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
অনেক দিন পর আলোকরেখায় কোন কবিতা প্রকাশিত হলো। সানজিদা রুমির শিশির ভেজা রাতে কবিতা পড়ে খুব ভালো লাগলো। আমাদের চলে যাওয়া এক স্মৃতি। কিন্তু মনের মাঝে সেই স্মৃতি ব্যাকুল মন অতৃপ্ত আত্মার এক বিস্ময় ! জাগে মনে। খুঁজে বেড়াই তাকে সবত্র। খুব সুন্দর লেখা। আলোকরেখার পথ সুগম হোক এই কামনা কবি।
ReplyDeleteঅনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হলো।আমরা খুব হতাশ হয়েছিলাম কোন লেখা না দেখে। আলোকরেখা আমাদের অনেক প্রিয় এক ওয়েব সাইট যেখানে আমরা মন ও প্রজ্ঞার উন্মেষ ঘটে। নুতুন কোন লেখা না পেয়ে আমরা বাধ্য হয়ে পুরোনো লেখা পড়ি। তবুও আলোকরেখাকে ছেড়ে থাকতে পারি না। সানজিদা রুমির শিশির ভেজা রাতে কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর লেখা। আলোকরেখার পথ সুগম ও শঙ্কা মুক্ত হোক এই কামনা কবি।
ReplyDeleteঅনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হলো দেখে ভুবি ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম কোন লেখা না দেখে।কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteঅনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হল। খুব ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম। কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। দারুন ভালো লাগে যতবার পড়ি। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা
ReplyDeleteঅনেক দিন পর আলোকরেখায় লেখা প্রকাশিত হল। খুব ভালো লাগছে ।আমরা খুব হতাশ হয়েছিলাম। কবি সানজিদা রুমির " শিশির ভেজা রাতে" জীবনবোধের এক অনবদ্য ও অভিনব কবিতা। দারুন ভালো লাগে যতবার পড়ি। আমাদের জীবন স্মৃতির কাহিনী অংকিত হয়েছে। আমাদের জীবনের রহস্য কবি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শুভেচ্ছা।
ReplyDelete