আমরা সবাই এটা জানি যে বহমান স্রোত বাধাপ্রাপ্ত হলে তা কিছুক্ষন থেমে থাকলেও পরবর্তীতে ক্রমান্বয়ে আরো বেশী শক্তি সঞ্চয় করে আগের চেয়ে অনেক বেশী গতিতে ধাবমান হয়।
'আলোকরেখা 'র সত্য -সুন্দরের বহমান স্রোতে বাধা পড়েছিল সম্প্রতি। .আপাত একটা ছেদ পড়েছিল এর প্রবাহে . কিন্তু 'আলোকরেখা 'র প্রাণের গভীরে যারা - যারা এর চালিকা শক্তি তারা ওই আপাত বদ্ধতার মাঝেই আলোকরেখা'র মনি -কাঞ্চন আহরণ করেছেন সন্ধানী ডুবুরীর মতো। আজ যেইমাত্র কৃত্রিম বাঁধ সরিয়ে দেয়া সম্ভব হলো তখন প্রতিভাত হলো হাজারো পাঠকের পদচিহ্ন !
আরো এক লক্ষ্য বার পাঠক 'আলোকরেখা 'য় এলেন মাত্র অল্প কিছুদিনে !
শুরুতে যেমন , এই পনেরো লক্ষ্য পাঠকধন্য হওয়াকালেও আমাদের সমবেত গান - আমাদের সম্মিলিত হৃদয়ের সিম্ফনি : যা সত্য , যা সুন্দর , যা মহৎ - তা অবিনশ্বর !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ১৫ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।
ReplyDeleteআলোকরেখা ১৫ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteআলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন।
ReplyDeleteঅল্প সময়ে আলোকরেখা এত জনপ্ৰিয়তা পাবার কারণ রুমির একাগ্রতা ও লেখার মান। আরো সুশোভিত নয়নাভিরাম ওয়েব সাইট। এতো সুন্দর সাজানো গোছালো। আসলেও সংগ্রহ শালা। আলোকরেখা আমাদের সব সময় প্রিয় ও থাকবে ।সত্য ও সুন্দরের জয় হোক ! অভিনন্দন!
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!
ReplyDeleteআলোকরেখাকে আন্তরিক অভিনন্দন !আমি খুবই আনন্দিত যে আলোকরেখা'র আজ পনের লক্ষ পাঠক ! আমিও তাদের একজন ! অবশ্যই অসুস্থতা সত্ত্বেও সানজিদা রুমির অক্লান্ত পরিশ্রমে আজ এই বিজয় ও সফলতা।
ReplyDeleteসানজিদা তোমাকে কি ভাষায় শুভেচ্ছা দেব! আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ১৫০০.০০০ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন ।
ReplyDeleteআলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন।
ReplyDeleteসানজিদা তোমাকে শুভেচ্ছা আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ১৫ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন! সত্য সুন্দরের জয় সব সময়ে।
ReplyDeleteসানজিদা এ তোমার একার আনন্দ ওঃ সফলতা নয়। গোটা বাংলা ভাষী বাঙ্গালির। অবশ্য এই মহান একটা উদ্যোগ নেবার জন্য অবশ্যই তুমি প্রশংসার দাবিদার। আলক রেখার চলার পথ সুন্দর সুললিত হক এই কামনা করি ।
ReplyDelete