জাগিয়ে দিও ভোরবেলাতে !
- সুনিকেত চৌধুরী l
জাগিয়ে দিও ভোরবেলাতে
যেতে হবে অনেকদূরে
পাশের বাড়ী, তাদের বাড়ী,
সূর্য্যদীঘল ওই বাড়ী পেরিয়ে
সব সীমানার সীমা ছাড়িয়ে
বৃষ্টিধোয়া সকালে স্নেহ দিয়ে লেপা কোন এক আঙ্গিনায়।
যাবার আগে এক থেকে দশ গুনে
ফুঁ দিয়ে বর্ষে দিও তোমার যত আশীর্বাদ
ঠেকিয়ে দিতে অমাবস্যার যত কালো !
করজোড়ে প্রার্থনা সেরে
গান গেয়ো সম্মিলিত কণ্ঠে
নিমীলিত নয়নে চাতাল জুড়ে বসে থাকা
অপেক্ষামান নীরবতার সাথে।
এমনি করে লেখা হবে ইতিহাস
এমনি করেই লেখা হয় ইতিহাস।
তুমি-আমি-কবিতারা আমরা সবাই
এমনি করেই হয়ে যাই ইতিহাস !
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর "জাগিয়ে দিও ভোরবেলাতে !" কবিতাটি পড়ে ভালো লাগলো। আমাদের সবারই যেতে হবে ,দূরে বহু দূরে। এভাই আমরা ইতিহাস হব একদিন। খুব সুন্দর করে অংকিত করেছেন এই কবিতায়।
ReplyDeleteআমার প্রিয় সুনিকেত চৌধুরীর "জাগিয়ে দিও ভোরবেলাতে !" কবিতাটি পড়ে মনটা খারাপ হয়েও গেল । আমাদের সবাইকে দূরে বহু দূরে যেতে হবে ,। এমন করে একদিন ইতিহাস হবে । সত্য তা হয়তো হবে । কিন্তু আমার প্রিয় কবি এমনটি কেন ভাববেন। তিনি আমার প্রাণের কবি। কবিতা দিয়েই তিনি ইতিহাস রচনা করবে। ভালো থাকবেন আমার কবি।এমন কবিতা আর লিখবেন না প্রেমের কবি।
ReplyDeleteআমার প্রিয় সুনিকেত চৌধুরীর "জাগিয়ে দিও ভোরবেলাতে !" কবিতাটি পড়ে ভাল লাগলো ।কবিতার গঠন ও বার্তা অনবদ্য। এখানে কবি অনুমতি চেয়েছেন যেতে দূরে বহু দূরে। সূর্য্যদীঘল বাড়ি ছাড়িয়ে। সব সীমানার সীমা ছাড়িয়ে।খুব ভালো লাগলো।
ReplyDelete