#বুঝলে_না
শামিমা
আফরোজ
সদ্য
গজিয়ে ওঠা কচি দূর্বা ঘাসের মতো
নরম
সবুজ আমাদের অনুভূতিগুলো
শীতের
রুক্ষতাকে ছুঁয়েছিল
বসন্ত
ছুঁয়ে দেবার আগেই;
আমাদের
মাঝে সখ্য গড়ে উঠবার আগেই
সেখানটায়
পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল
অতঃপর
তোমায়
আমি দূরেই সরিয়ে দিলাম
কাছে
রাখা গেল না বলেই
আমি
তোমায় জিতিয়ে দিয়ে এলাম
হেরে
যেতে চেয়েছি বলেই।
না
তুমি জিতটা মেনে নিলে
না
আমায় হারটা মানতে দিলে!
বুঝলে
না তুমি-
সত্য
এড়িয়ে যাওয়া কিংবা
মিথ্যের
মাঝে সান্ত্বনা খুঁজে নেয়ার চেয়ে
অনেক
বেশি শ্রেয়, অনেক বেশি স্বঃস্তির
সত্যটুকু
মেনে নেয়া !
http://www.alokrekha.com
শামিমা আফরোজ-এর "বুঝলে_না" একটি ছিমছাম অনুভূতিপ্রবন একটা কবিতা। খুব ভালো লাগলো।" বুঝলে না তুমি-সত্য এড়িয়ে যাওয়া কিংবা
ReplyDeleteমিথ্যের মাঝে সান্ত্বনা খুঁজে নেয়ার চেয়ে অনেক বেশি শ্রেয়, অনেক বেশি স্বঃস্তির সত্যটুকু মেনে নেয়া !" দারুন সত্য কথা। শুভ কামনা কবি।
সুন্দর মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত হলাম। কৃতজ্ঞতা অপার,ভালবাসা নিরন্তর।
Deleteশামিমা আফরোজ-এর "বুঝলে_না" কবিতা প্রাণের কথা। খুব সুন্দর করে কবি বর্ণনা করেছেন। যা আমার না তা মেনে নেওয়াই শ্রেয়। খুব অনন্যভাবে অংকিত করেছেন শীতের রুক্ষতা ছুঁয়ে দে বসন্ত ছোঁবার আগেই। ভালোবাসা গড়ে ওঠার আগেই ফিরে গেল। কবিতাটা প্রাণের কাছাকাছি। খুব ভালো লেগেছে। শুভ কামনা কবি।
ReplyDeleteশামিমা আফরোজ-এর "বুঝলে_না" কবিতা পড়ে মনটা উচাটন হল। এ যেন আমার জীবনের কাহিনী। শুধু আমার কেন বহুজনের এই একই কথা। খুব সুন্দর লেখা। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteশামিমা আফরোজ-এর "বুঝলে_না" কবিতা পড়ে মনটা ভরে উঠলো। তাকে দূরে সরিয়ে রেখে দিতে হয় কাছে রাখা যায় না বলেই। তাতেই কি হেরে যাই ? না নিজে হেরে তাকে জিতিয়ে দিতে চাই আমরা। একই বলে প্রেম। অনেক সুন্দর পরিছন্ন একটা কবিতা।
ReplyDeleteশামীমা আফরোজ এর লেখা আলোকরেখার পাঠকদের জন্যে পরিবেশন করার জন্যে আলোকরেখাকে, সানজিদা রুমীকে, অনেক ধন্যবাদ! শামীমা আফরোজকে স্বাগতম ও অভিনন্দন!
ReplyDelete