জেগে থাকি আমি !
- সুনিকেত চৌধুরী।
সবুজ সবুজ ভালোবাসার কাছে সমর্পিত
সমগ্র স্বত্বা আমার জেগে থাকে সারাটা রাত্রি
চেয়ে থাকে সারাটা সকাল
চব্বিশ নম্বর বাসটার আগমনী পথের দিকে !
ঝরা পাতায় মোড়া হাঁটাপথটাও অপেক্ষায় যেন
নেমে আসা আসি আসি শীতের জুতো পরা পদযুগলের !
নিশ্চিত জানি আমার হৃদস্পন্দন জেনে যাবে ঠিক
আমার প্রিয়ার বুকের কাঁপন দাঁড়াবে যখন এসে
আমার দরোজায় !
জেগে থাকি, চেয়ে থাকি আমি
সে আশায় !
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরী'র জেগে থাকি আমি ! -খুব সুন্দর কবিতা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।সবুজ সবুজ ভালোবাসা -চির সবুজ। কবি চেয়ে থাকে প্রিয়ার অপেক্ষায়। আমাদের হৃদের কম্পন দ্রুত হয় --প্রিয়ার আগমনে। কবি সমর্পিত এখানে। খুব ভালো লাগলো। শুভ কামনা প্রেমের কবি।
ReplyDelete"সুনিকেত চৌধুরী'র জেগে থাকি আমি ! -খুব সুন্দর কবিতা ।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।" এসব কথা সবাই আমরা লিখি। কিন্তু এগুলো আমাদের মনের কথা। কবি সুনিকেত চৌধুরী আমাদের প্রাণের কবি। তার লেখায় আমরা আমাদের ভালোবাসা খুঁজে পাই। খুব ভালো লাগলো পড়ে। অনেক ভালো বাসা কবি।
ReplyDelete"সুনিকেত চৌধুরী'র জেগে থাকি আমি ! - হৃদয় আলোড়নকারী কবিতা। চির সবুজ ভালোবাসার কাছে সমর্পিত কবির হৃদয় স্পন্দন। কবির মোট আমরা ও জেগে থাকি প্রেমের অপেক্ষায়। এই অপেক্ষা অনেক মধুর।খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
ReplyDeleteকবির মনের আবেগ প্রসূত চিন্তা যখন শব্দে, ভাষায় অলংকৃত হয়ে অনুভুতির গভীরতম প্রকাশ ঘটায়, কবিতার জন্মও বোধহয় সেখানেই হয়! সুনিকেত চৌধুরীর ‘জেগে থাকি আমি‘ কবিতার ভাব, শব্দ নির্বাচন, বিন্যাস, ছন্দ, উপমায় রয়েছে প্রতিক্ষার অনুভুতির এক অভূতপূর্ব আমেজ! প্রিয় মানুষের জন্য পথ চাওয়ার বর্ণনায় আছে এক গভীর আবেদন। চারপাশের চিরচেনা উপাদানগুলোই যেন কবির কলমে মূর্ত হয়ে কবিতায় রুপ পেয়েছে। শুভকামনা নিরন্তর!
ReplyDelete"সুনিকেত চৌধুরী'র জেগে থাকি আমি ! -পরে খুব ভালো লাগলো। আমরা সবাই জেগে থাকি আমাদের প্রেমের আশায়। ভালোলাগার আশায়। চির সবুজ ভালোবাসায় সমর্পন করতে কজন পারে। কিবি পেরেছেন তার কবিতায় তিনি তা সুচারুরূপে অংকিত করেছেন। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete