তুমি
আমায় আকাশ দেবে !
http://www.alokrekha.com
- সুনিকেত
চৌধুরী
তুমি
আমায় আকাশ দেবে, চুমু দেবে
কথা
যদি দাও
আমি
ওই নীলগিরি পাহাড়ের গা ঘেঁষে যে
গ্রাম
সে
গ্রামের রাখাল বালকের সরলতা
তার
মায়ের আঁচলে বেঁধে রাখা যত স্নেহ
ওই
গাঁ'য়ের নির্মল বাতাস, নবান্নের সুবাস
ধবল
গাভীর দুয়ানো শ্বেত-শুভ্র পুষ্টিভরা দুধ
আর
মৌমাছিদের জড়ো করা মধু সাথে নিয়ে
পৌঁছে
যাবো তোমার দোর গোড়ায় !
বিলম্বিত
আলোর ফিরে আসার বার্তাবহ
এই
বড়দিনের সাত সকালে !
http://www.alokrekha.com
বেশ কিছুদিন পর কবি সুনিকেতের কবিতা পেলাম। আমাদের মনে হয় প্রতিটিদিনই কবির কবিতা পড়ি। তুমি আমায় আকাশ দেবে ! কবিতায় কবি - সুনিকেত চৌধুরী আমাদের মন আন্দোলিত করেছে এই বড় দিনে।
ReplyDeleteতুমি আমায় আকাশ দেবে ! কবিতায় কবি - সুনিকেত চৌধুরী অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কবিতার কথাগুলো দারুন। পড়তে অনেক আনন্দ বোধ করি। কবি সুনিকেত আমারদের প্রাণের কবি। তার প্রতি কবিতায় মন্তব্য করতে গিয়ে এই কথাটা লিখি। কারণ আমি বিশ্বাস করি তিনি আমার অন্তত প্রেমের কবি। এই বড়দিনে এটা আমাদের বড় পাওনা। কবি আপনাকে বড় দিনের শুভেচ্ছা।
ReplyDeleteকবি - সুনিকেত চৌধুরী'র তুমি আমায় আকাশ দেবে ! কবিতায় কি অপরূপ ভাবে বর্ণনা করেছেন। খুব ভালো লাগলো নীলগিরি পাহাড়ের গা ঘেঁষে গ্রাম রাখাল বালকের সরলতা মায়ের আঁচলে বেঁধে রাখা যত স্নেহ ওই গাঁ'য়ের নির্মল বাতাস, নবান্নের সুবাস ধবল গাভীর দুয়ানো শ্বেত-শুভ্র পুষ্টিভরা দুধ আর মৌমাছিদের জড়ো করা মধু নিয়ে পৌঁছে দেবে বড়দিনে। বড়দিনের অনেক শুভ কামনা।
ReplyDeleteতুমি আমায় আকাশ দেবে ! কবিতায় কবি - সুনিকেত চৌধুরী'র প্রশংসা কথা থেকে শুরু করবো। প্রিয়া এক আকাশ দেবে কথা দেয় চুমু দেবে ওই নীলগিরি পাহাড়ের গা ঘেঁষে যে গ্রাম সেই গ্রামের রাখাল ব্লকের সরলতার কথা নাকি সকল কিছু পৌঁছে দেবে এই বড় দিনের।আপনার বড়দিন শুভ হোক।
ReplyDeleteকবি - সুনিকেত চৌধুরী'র তুমি আমায় আকাশ দেবে ! খুব ভালো লাগলো। আজকে এই বড় দিনে আমার প্রিয় কবিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবন অনেক সুন্দর হোক। ভালোবাসায় পূর্ন হোক জীবন। আর আপনি আরো লিখুন প্রেমের কথা জীবনের কথা। আপনার লেখা আমার বড্ড ভালো লাগে। অনেক অনেক অনেক ভালোবাসা।
ReplyDelete