শামিমা আফরোজ
এই সবকিছুরই ইতি টেনে
কাউকে কিচ্ছু না জানিয়ে
হঠাৎ একদিন যাবো চলে,
দেখিস !
আজ যে হেলায় রাখিস ফেলে
সামনে এলেও
মুখ ফিরিয়ে থাকিস;
যেদিন মিশবো গিয়ে তারার মাঝে
খুঁজবি হয়ে পাগলপারা,
হেথায় সেথায় ছড়ানো স্মৃতি
পায়ে পায়ে জড়িয়ে যাবে
রাখবি তখন আগলে ভীষণ,
রাখিস !
কেমন ছিল কাছে থাকার
দিনগুলো সেই,
পাহাড় আড়াল সরিয়ে তখন
চাইবি খানিক দেখতে ছুঁয়ে
পারিস যদি, দেখিস!
যে পথে আজ যাচ্ছি ফেলে চরণটুকু
হাত বুলায়ে মাখবি তার ধুলোটুকু,
মাখিস !!
দেখবো সবই লুকিয়ে দূরে
যেদিন যাবো তোকে একলা করে;
লাগবে তো বেশ একলা থাকা?
থাকিস !!http://www.alokrekha.com
শামিমা আফরোজের যাবো চলে অভিমানের ঘনঘটায় ঢাকা এক "কথা"--আমাদের মনের "কথা".যেদিন থাকবো না সেদিন আমাদের কদর বাড়ে খুঁজি তাকে যেথায় সেথায় এই কথাগুলো কবি খুব সুন্দর করে চিত্রিত করেছেন। ভালো থাকবেন কবি শামিমা আফরোজ।
ReplyDeleteমন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ।
Delete-শামিমা আফরোজ
শামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। আমরা যখন হারিয়ে যাই তখন আমাদের হারিয়ে যাওয়ার মূল্য বুঝি। কাছে থাকলে অবহেলায় পুষে রাখি এক পাশে। খুব সুন্দর। শুভ কামনা কবি।
ReplyDeleteদারুণ অনুপ্রেরণা মিললো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপার।
Deleteশামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। কবি যেমন দেখতে সুন্দর তার কবিতাও তেমনি সুন্দর। ভালোবাসা কবি।
ReplyDeleteমন্তব্যে অনুপ্রাণিত ও আপ্লুত হলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Deleteশামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা খুবই ভালো লাগলো।আমি শুরু থেকেই আলোকরেখার নিয়মিত পাঠক। কবি শামিমা আফরোজ আপনাকে আলোকরেখায় স্বাগতম। আমাদের শুভ কামনা এবং আশা করবো আলোকরেখায় আপনার সুন্দর সুন্দর লেখা পাবো।
ReplyDeleteদারুণ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এমন উৎসাহ পেলে আরও ভালো কিছু উপহার দেবার ইচ্ছে রাখি।
Deleteশামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা খুবই ভালো লাগলো। অভিমানের ভাষায় অনন্য লেখা। সবকিছুরই ইতি টেনে কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ একদিন চলে যাবার আয়োজন আজ যাকে হেলায় রাখা হয়েছে ,সেই একদিন যেদিন মিশবো গিয়ে তারার মাঝে খুঁজবে হয়ে পাগলপারা। খুব ভালো লাগলো।
ReplyDelete