আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যাবো চলে ------------- শামিমা আফরোজ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যাবো চলে ------------- শামিমা আফরোজ


    যাবো চলে
    শামিমা আফরোজ 

    এই সবকিছুরই ইতি টেনে
    কাউকে কিচ্ছু না জানিয়ে
    হঠাৎ একদিন যাবো চলে,
    দেখিস !
    আজ যে হেলায় রাখিস ফেলে
    সামনে এলেও
    মুখ ফিরিয়ে থাকিস;
    যেদিন মিশবো গিয়ে তারার মাঝে
    খুঁজবি হয়ে পাগলপারা,
    খুঁজিস!
    হেথায় সেথায় ছড়ানো স্মৃতি
    পায়ে পায়ে জড়িয়ে যাবে
    রাখবি তখন আগলে ভীষণ,
    রাখিস !
    কেমন ছিল কাছে থাকার
    দিনগুলো সেই,
    পাহাড় আড়াল সরিয়ে তখন 
    চাইবি খানিক দেখতে ছুঁয়ে
    পারিস যদি, দেখিস!  
    যে পথে আজ যাচ্ছি ফেলে চরণটুকু
    হাত বুলায়ে মাখবি তার ধুলোটুকু,
    মাখিস !!
    দেখবো সবই লুকিয়ে দূরে
    যেদিন যাবো তোকে একলা করে;
    লাগবে তো বেশ একলা থাকা?
    থাকিস !!

    http://www.alokrekha.com

    9 comments:

    1. রেণুকা হালদারDecember 28, 2019 at 4:19 PM

      শামিমা আফরোজের যাবো চলে অভিমানের ঘনঘটায় ঢাকা এক "কথা"--আমাদের মনের "কথা".যেদিন থাকবো না সেদিন আমাদের কদর বাড়ে খুঁজি তাকে যেথায় সেথায় এই কথাগুলো কবি খুব সুন্দর করে চিত্রিত করেছেন। ভালো থাকবেন কবি শামিমা আফরোজ।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজDecember 29, 2019 at 12:13 AM

        মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ।
        -শামিমা আফরোজ

        Delete
    2. মিতা রহমানDecember 28, 2019 at 4:28 PM

      শামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। আমরা যখন হারিয়ে যাই তখন আমাদের হারিয়ে যাওয়ার মূল্য বুঝি। কাছে থাকলে অবহেলায় পুষে রাখি এক পাশে। খুব সুন্দর। শুভ কামনা কবি।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজDecember 29, 2019 at 12:16 AM

        দারুণ অনুপ্রেরণা মিললো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপার।

        Delete
    3. মিনহাজ রহমানDecember 28, 2019 at 4:36 PM

      শামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। কবি যেমন দেখতে সুন্দর তার কবিতাও তেমনি সুন্দর। ভালোবাসা কবি।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজDecember 29, 2019 at 12:19 AM

        মন্তব্যে অনুপ্রাণিত ও আপ্লুত হলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

        Delete
    4. মোহন সিরাজীDecember 28, 2019 at 4:46 PM

      শামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা খুবই ভালো লাগলো।আমি শুরু থেকেই আলোকরেখার নিয়মিত পাঠক। কবি শামিমা আফরোজ আপনাকে আলোকরেখায় স্বাগতম। আমাদের শুভ কামনা এবং আশা করবো আলোকরেখায় আপনার সুন্দর সুন্দর লেখা পাবো।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজDecember 29, 2019 at 12:28 AM

        দারুণ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এমন উৎসাহ পেলে আরও ভালো কিছু উপহার দেবার ইচ্ছে রাখি।

        Delete
    5. শামিমা আফরোজের "যাবো চলে" কবিতাটা খুবই ভালো লাগলো। অভিমানের ভাষায় অনন্য লেখা। সবকিছুরই ইতি টেনে কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ একদিন চলে যাবার আয়োজন আজ যাকে হেলায় রাখা হয়েছে ,সেই একদিন যেদিন মিশবো গিয়ে তারার মাঝে খুঁজবে হয়ে পাগলপারা। খুব ভালো লাগলো।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ