তোমার সারাটা দিন !
- সুনিকেত চৌধুরী
দিনান্তে সূর্য্যাস্তের কাছে
জানতে চাইলাম তোমার কুশল
রেখেছিলো নাকি আলোকিত করে
তোমার পরত পরত
আলোককণা দিয়ে সযতনে
রেখেছিলো নাকি আলোকিত করে
তোমার চারপাশ সারাটা দিন ধরে
তুমি নাকি হেসেছিলে খেলেছিলে
সারাটাক্ষণ সারা দিনমান
সেই সুষমা সকাল থেকে !http://www.alokrekha.com
একেই বলে ভালোবাসার কবি। সূর্য্যের কাছে গচ্ছিত পিয়া। সে তার আলোয় আলোকিত করেছে নাকি। পরত পরত আলোককণা দিয়ে সযতনে রেখেছিলো নাকি আলোকিত করে। কি অপূর্ব বিষয় বস্তু। ভালো বাসার রঙে রাঙানো কবিতা। খুব ভালো লাগলো। অনেক ভালো বাসা কবি।
ReplyDelete- সুনিকেত চৌধুরী'র তোমার সারাটা দিন !কবিতা অপরূপ ভালোবাসার কবিতা। অনেক কবিতা পড়েছি আকাশ বাতাস মেঘ যদি নিয়ে লেখা। কিন্তু সুর্য্যের কাছে এমন আবেদন। অনন্য। খুব ভালো লাগলো কবিতা পরে। অনেক অনেক ভালবাসা ভালোবাসার কবি সুনিকেত। ভালো থাকবেন।
ReplyDelete- সুনিকেত চৌধুরী'র তোমার সারাটা দিন !কবিতা প্রেমের কবিতাদের মধ্যে অন্যতম।দিনান্তে সূর্য্যাস্তের কাছে জিজ্ঞাস্য তার প্রেমিকাকে ঠিক মত দেখে রেখেছে কি না ? মুখ ভার নয় আলোকিত করে রেখেছিল কিনা এ এক অভিনব কায়দা ভালোবাসার মানুষকে যত্ন করার। খুব ভালো লাগলো ভালো থাকবেন কবি ,এমন আরো কবিতা চাই।
ReplyDelete- সুনিকেত চৌধুরী'র তোমার সারাটা দিন !কবিতা কবি সুনিকেতের প্রেমের কবিতাদের মধ্যে অন্যতম।কবি এভাবে ভালবেন কি করে। ওই হাতে আমার চুমু খেতে ইচ্ছে করছে যে হাত দিয়ে এমন কবিতা লিখেছেন। আমার ক'দিন খুব শরীর খারাপ ছিল। ডেঙ্গি হয়েছিল। তাই আলোকরেখা পড়া হয় নি। আজ খুলেই দেখি এমন খানি কবিতা। আমার সকল কষ্ট চলে গেল। কবি সুনিকেত আপনি আমার মহা ঔষধ। আপনি ভালো থাকলে আমিও ভালো থাকবো। অনেক অনেক ভালোবাসা।
ReplyDelete