ঠোঁটের কোলাজ
আজ ঠোঁটের কোলাজ
থামালো কাজ
মন,
তোমাকে ছুঁয়ে দিলাম
নাম,
বুকের বোতাম, হারানো খাম
আজ
কেনো যে খুঁজে পেলাম
দিন
এখনও রঙিন
এই
দিন এখনও রঙিন
তাকে
আদরে তুলে রাখলাম
আজ
ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন,
তোমাকে ছুঁয়ে দিলাম
নাম,
বুকের বোতাম, হারানো খাম
মন,
রাখা আছে কোন
ঈশানকোণে
বিষন্নতায়
চোখ
কাটাকুটি হোক
সহজ
খেলার সময় কোথায়?
এই
নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক
ফের
সন্ধ্যে নামুক
ব্যথা
তোমায় ছেড়ে যাক
চুপ
মূহুর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই
তোমাকে ছুঁয়ে দিলাম
নাম,
বুকের বোতাম, হারানো খাম
আজ
কেনো যে খুঁজে পেলাম
ঠোঁট
লুকিয়েছে চোট
যে
রাস্তা যায় তোমার মনে
চুল
বুনেছে আঙ্গুল
রাতের
পিঠে তারা গোনে
কেউ
জানেনা দিন
ফিরবে
কি না কোনও দিন?
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ