আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে - তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে - তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো


    এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে
    তসলিমা নাসরিন
    কী হচ্ছে আমার এসব!
    যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই, কোনও কবি নেই, কোনও পুরুষ নেই, কোনও
    প্রেমিক নেই, কোনও হৃদয় নেই!
    আমার বুঝি খুব মন বসছে সংসারকাজে?
    বুঝি মন বসছে লেখায় পড়ায়?
    আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে?
    সভা সমিতিতে যেতে?
    অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক,
    অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক।
    মন নিয়েই যত ঝামেলা আসলে, মন কোনও একটা জায়গায় পড়ে রইলো তো পড়েই রইল।
    মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মত যে ছিটিয়ে দেব, তা হয় না।
    সবারই হয়ত সবকিছু হয় না, আমার যা হয় না তা হয় না।

    তুমি কাল জাগালে, গভীর রাত্তিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে,
    মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি
    স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই,
    আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে,
    ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি
    আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনওদিন
    এত প্রেম কেউ দেয়নি,
    এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি।
    তুমি এত প্রেমিক কী করে হলে!
    কী করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে?
    যে রকম প্রেম পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি
    আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশ একটা অসুখ-পোকা
    যখন মরে যাবো, যখন মরে যাচ্ছি — তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়,
    মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে,
    স্বপ্নই মনে হয়।
    তোমাকে অনেক সময় রক্তমাংসের মানুষ বলে মনে হয় না,
    হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে
    যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে।
    আগে কখনও আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে
    খুব ভালোবাসি
    আগে কখনও আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের
    চুড়োয় পাঠিয়ে দিতে পারে
    আগে কখনও আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে
    ভোর করতে পারি।

     http://www.alokrekha.com

    1 comments:

    1. মিতা রহমানDecember 8, 2019 at 3:07 PM

      এমন ভেঙেচুরে ভালো কেউ বাসেনি এই কথাটা কি যে সত্য। কবি কি অপূর্ব করে তা প্রকাশ করেছেন। তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়,মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে,
      স্বপ্নই মনে হয়। আমার খুব ভালো লেগেছে।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ