ষোলো লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা !
আমরা
যারা
ইতিমধ্যে জীবনের
পথে অনেকটা
পথ হেঁটেছি
তারা এটা
নিশ্চিতভাবে জানি
যে সংখ্যা
দিয়ে কখনো
গভীরতা মাপা
যায়না। যায়না
মাপা মান
কিংবা ভালোবাসা !
ভালোবাসা ধন্য
কেউ তার
হৃদয়ের মাঝখানে
ভগবানের বসিয়ে
দেয়া এক
অদৃশ্য তারে
সৃষ্ট কম্পনে
জেনে যায়,
বুঝে যায়
তার দিকে
প্রসারিত ভালোবাসার
মোহময়তা !
যদি
বলি
আজ আলোকরেখার
অগুনতি পাঠকের
ভালোলাগা উৎসারিত
ভালোবাসার অনুরণন
একান্ত স্পষ্টভাবে
অনুভূত
আমার হৃদয়ে !
আর আমি
তখন আপ্লুত,
আমি সানজিদা
তখন নিখোঁজ!
আমি সানজিদা
তখন অস্তিত্বহীন !
সবকিছু
ছাড়িয়ে তখন
শুধু সকলের
আনন্দের সাগরে
অবগাহন। তখন
শুধু সুন্দরের
বন্দনা! তখন
শুধুই "সত্যম
শিবম সুন্দরম !"
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।
ReplyDeleteষোলো লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ১৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।
ReplyDeleteআলোকরেখা ১৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteঅল্প সময়ে আলোকরেখা এত জনপ্ৰিয়তা পাবার কারণ রুমির একাগ্রতা ও লেখার মান। আরো সুশোভিত নয়নাভিরাম ওয়েব সাইট। এতো সুন্দর সাজানো গোছালো। আসলেও সংগ্রহ শালা। আলোকরেখা আমাদের সব সময় প্রিয় ও থাকবে ।সত্য ও সুন্দরের জয় হোক ! অভিনন্দন!
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!
ReplyDeleteআলোকরেখা ১৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক।কি অপূর্ব লেখা মাষ্টার পিস্। কি লেখার গাঁথুনি তেমনি বার্তার বিনুনি। সব মিলিয়ে চমৎকার ,অনন্য।
ReplyDelete