এই কষ্টের নাম !
- সুনিকেত চৌধুরী
কখনো কখনো ইচ্ছে করে
রাগ করি তোমার ওপর,
প্রচন্ড রাগ - ইচ্ছে হয়,
একটা ইউটউব ভিডিও ভাইরাল করি,
জানুক পৃথিবীর সবাই, কি কষ্ট হয় আমার
"মেসেন্জার"এ সাড়া যখন পাইনা তোমার
জানিনা যখন কেমন আছো তুমি!
আমার মত প্রেমিক আছে যত এই মর্তলোকে
"লাইক" দিয়ে করে "শেয়ার" আমার কষ্টটাকে
করে দিক ভাইরাল ইউটউব ভিডিওকে!
আবহাওয়া দপ্তর যেমন
করে নামকরণ কর্মীর নামে
কোন সাইক্লোন আসন্ন হলে
অসহায় যত প্রেমিকের কষ্টের তেমন
হবে তখন আমার নামে নাম!
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরী'র এই কষ্টের নাম !কবিতায় আমি নিজেকে খুঁজে পেলাম। আমার কষ্ট হয় যখন তাকে কাছে পাই না। অনেক জিদ হয়।মনে হয় সবাইকে সারা পৃথিবীকে জানাই আমার কতটা কষ্ট হচ্ছে। আমি জানি তুমি তুমি আলোকরেখা পড়। এই কবিতায় কবি আমার কষ্টের কথা বলেছে। আমারও এমনটাই মনে হয়। ধন্যবাদ কবি।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র এই কষ্টের নাম ! খুব ভালো লাগলো। প্রেমের এই কষ্ট অসহনীয় ,কবির পুরো কবিতায় তাই বর্ণিত হয়েছে। প্রেমের কষ্ট বড় কষ্ট। সব থেকে ভালো লেগেছে "আবহাওয়া দপ্তর যেমন করে নামকরণ কর্মীর নামে কোন সাইক্লোন আসন্ন হলে অসহায় যত প্রেমিকের কষ্টের তেমন হবে তখন আমার নামে নাম!: খুব ভালো কবিতা কবি।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র এই কষ্টের নাম ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সাবলীল ভাবে লেখা কবিতা। শুভ কামনা কবি।
ReplyDeleteসুনিকেত চৌধুরী'র এই কষ্টের নাম ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। সাধারণ কথাগুলো অসাধারণ রূপে তুলে ধরেছেন কবি। "কখনো কখনো ইচ্ছে করে রাগ করি তোমার ওপর,প্রচন্ড রাগ - ইচ্ছে হয়,একটা ইউটউব ভিডিও ভাইরাল করি,জানুক পৃথিবীর সবাই, কি কষ্ট হয় আমার"মেসেন্জার"এ সাড়া যখন পাইনা তোমার জানিনা যখন কেমন আছো তুমি!" কথাগুলো কষ্টে প্রেমিকের মন থেকে আসে। কবি অপূর্ব রুপা তুলে ধরেছেন।
ReplyDelete