কাঁটাতার বেড়া
মেহরাব রহমান
উত্তরের দেশ ; হিমাংক নগর
বাস্পায়িত জল ; তৃষ্ণার্ত আকাশের আকণ্ঠ পান ;
তাই নিয়ে মেঘপুঞ্জ... তোলপাড় মেঘের মিছিল
হুহু করে মন ; ভেতরে পরবাসি ক্রন্দন...
প্রবাহিত ঝোড়ো হাওয়া ; ধূলিকণার উল্টোরথ ;
বিস্তীর্ণ অন্ধকার.... ঝোড়ো হাওয়ায় রাঙানো সকাল বৃষ্টি হবেকি হবেনা , বর্ষা নামবেকি নামবেনা !
তবেকি দ্বিধাথরথর কম্পিত আকাশ?
নতজানু প্রার্থনায় নিমগ্ন পৃথিবী আমার ;
তবু কেন মস্তিষ্কের কোষে কোষে
চির খাওয়া রক্তাক্ত রক্তক্ষরণ ?
সম্মুখে কাঁটাতার বেড়া... জঙ্গি সীমান্ত সীমারেখা, খণ্ডিত বিভাজন ; দ্বিখণ্ডিত এই জীবন ;
আত্মা অতিক্রান্ত ...অধিআত্মায়,
নক্সীকাঁথায় নাচে শান্তির দূত...ধবল পায়রা নাচে
এপার ওপার ;
ঐযে ঐখানে শেকড়ে... আমার সঞ্চিত সম্পদ ; আমাকে গড়ার তৈজসপত্র ...
ঝড়, কুয়াশা, কর্কট বেদনা,
আনন্দ উৎসব, বন্ধ্যা নদী,
রহস্য নারী... এবং বহুবিধ উপাদান
চলমান গঙ্গাজলে ভীষণ বিসর্জন ;
আজ এই ভেজাদিনে
এপারে অবস্থান আমার ; নষ্টালজিক দিবাস্বপ্ন
সুন্দরের আরাধনায়... নিমগ্ন আমি
নিভৃত সন্ধ্যায় দেখি
দূরদিগন্তে প্রেম ভেঙে
অপ্রেমের হাটবাজার...
গঞ্জে গ্রামীণ বিকিকিনি;
দুরন্ত দুঃস্বপ্ন্ন রেখে যায় রক্তজবা দাগ…
সেই চোখ কম্পমান...উঁকি মারে স্মৃতির জানালায় ; সেই ঠোঁটের অতৃপ্ত চুম্বন
ছুঁয়ে থাকে হৃদপিণ্ডের মধ্য গগন
সেই কবে এক আষাঢ় লগনে
দুই পাখি দুই মন, নীল আকাশ, নীল জলোচ্ছ্বাস,
নীল জামদানির আড়ালে
তার কম্পমান লজ্জা-আনতো বক্ষদ্বয়
যেনবা অবাক সমুদ্দুর ;
আহা সেইক্ষণ... চৌরাসিয়ার বাঁশিতে অঝর ঝর্ণায় ঝরেছিল ভোরের শেফালী... রাগ মিঞা কী টডি... ইথারের বিমূর্ত দোলনায় ; দোল খায় পাথর সময়... পঞ্চইন্দ্রীয়ের ঐশিক ইন্দ্রজাল এখন ইতিহাস...
গ্রিক পিরামিড, মনুমেন্ট, নিথর মমি...
http://www.alokrekha.com
মেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" উচ্চ মানের ভিন্ন মাত্রার কবিতা। কবিতার নামকরণর সার্থক সাথে অলংকরণ অনন্য। খুব ভালো লাগলো কবিতা খানি। অনেক অনেক ভালোবাসা কবি মেহরাব রহমান।
ReplyDeleteমেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" অনন্য সিদ্ধ কবিতা। আমার পরে খুব ভালো লাগলো। উপমা ও অলংকরণ বিশেষত্ব দান করেছে কবিতাকে।
ReplyDeleteউত্তরের দেশ ; হিমাংক নগর বাস্পায়িত জল ; তৃষ্ণার্ত আকাশের আকণ্ঠ পান ;
তাই নিয়ে মেঘপুঞ্জ... তোলপাড় মেঘের মিছিল হুহু করে মন ; ভেতরে পরবাসি ক্রন্দন...প্রবাহিত ঝোড়ো হাওয়া ; ধূলিকণার উল্টোরথ ;বিস্তীর্ণ অন্ধকার.... ঝোড়ো হাওয়ায় রাঙানো সকাল বৃষ্টি হবেকি হবেনা , বর্ষা নামবেকি নামবেনা !এর সারমর্ম অনিন্দ্য সুন্দর। শুভ কামনা।
মেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" কবিতা অনবদ্য। আলোকরেখা আমার নিয়মিত পাঠ্য। কিন্তু এত সুন্দর ও আনন্দ পাঠ্য কবিতা এর আগে প্রকাশিত হয় নি। কাঁটা বেড়া আমাদের বিভক্ত করে। কাঁটা বেড়া কেড়ে নেয় আমাদের সীমান্ত স্বাধীনিতা। খুবই ভালো কবিতা খানি। আবৃতি করতে ভালো লাগবে। অনেক ভালবাসা কবি।
ReplyDeleteজ্বি মেধাদী আমি নিজেও আবৃত্তি করি এবং আমি আপনার আবৃত্তির খুব ভক্ত
Deleteআপনার কণ্ঠে যদি এই কবিতা খানি তুলে নেন আমি খুবই সম্মানিত বোধ করবো এবং কবিতাটি মর্যাদা পাবে
শুভ কামনা
মেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" উচ্চ মানের কবিতা।
ReplyDeleteতবেকি দ্বিধাথরথর কম্পিত আকাশ?নতজানু প্রার্থনায় নিমগ্ন পৃথিবী আমার ;
তবু কেন মস্তিষ্কের কোষে কোষে চির খাওয়া রক্তাক্ত রক্তক্ষরণ ? পংতি গুলো ভিন্ন মাত্রার। এত এত ভালো লাগলো। যে কত বার যে পড়লাম। অনেক শুভ কামনা কবি।
মেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" অনবদ্য ও নিখুঁত কবিতা ।পড়ে খুব ভালো লাগলো । শুভ কামনা কবি।
ReplyDeleteমেহরাব রহমানের "কাঁটাতার বেড়া" সম্পূর্ণ, পরিপূর্ণ নিখুঁত কবিতা ।এর প্রশংসা কোথায় থেকে শুরু করবো বুঝে উঠতে পারছিনা। উত্তর হিমাংক ভুখন্ড বাস্পায়িত জল ; তৃষ্ণার্ত আকাশের আকণ্ঠ পান তাই নিয়ে মেঘপুঞ্জ... তোলপাড় মেঘের মিছিল তবুও হুহু করে মন ; ভেতরে পরবাসি ক্রন্দন..আবার আহা সেইক্ষণ... চৌরাসিয়ার বাঁশিতে অঝর ঝর্ণায় ঝরেছিল ভোরের শেফালী... রাগ মিঞা কী টডি... ইথারের বিমূর্ত দোলনায় ; দোল খায় পাথর সময়... পঞ্চইন্দ্রীয়ের ঐশিক ইন্দ্রজাল এখন ইতিহাস...
ReplyDeleteগ্রিক পিরামিড, মনুমেন্ট, নিথর মমি...কথা বলা হয়েছে। এটি একটি সুসম্পূর্ণ কবিতা। খুব ভালো লাগলো। শুভেচ্ছা কবি।