শ্যামের পিরিত
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
(বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
(বলি) শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
(বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে*
———————-
পার্বতী দাস বাউল
http://www.alokrekha.com
"শ্যামের পিরিত "প্রেমের জগতে অনন্য। খুব ভালো লেখা। শ্রী রাধিকা শ্যামের প্রেমে পাগল পারা। আমার প্রিয় আখ্যান রাধা কৃষ্ণের ভালোবাসা। আলোকরেখাকে অনেক ধন্যবাদ এই লেখা প্রকাশের জন্য।
ReplyDelete