অরুদ্ধ।
- সুনিকেত চৌধুরী রুদ্র ভৈরবীর উত্তপ্ত নামাবলী গায়ে চাপিয়ে চলন্তিকা রায় ঘোষণা দিলেন দীঘার সৈকতে ভ্রমণে যাবার। ব্রতচারী ব্রজমোহন অগত্যা কালক্ষেপন না করে সহায়-সম্পত্তি বিকিয়ে যাত্রার টিকেট কেটে আনলেন কালীধাম থেকে। কামনা-বাসনা যত তারচেয়ে শতগুন বেশী পরম্পরায় সহস্র যোজন দূরবর্তী ঠিকানার হদিস পাওয়ার আনন্দের মতো মৃদুমন্দ বাতাসে হিন্দোলিত বৃক্ষরাজি মেতে উঠলো বৈশাখী পর্বণের উৎসবে।
মামুলী মাসোহারায় রাজী হয়ে ভ্রমণসঙ্গী হতে সদাশয় সুহৃদেরা এলো বৃন্দাবন থেকে, আর বৃষ্টির বরাদ্দ পাওয়া গেল অযাচিতভাবে। গোলাপেরা প্রস্ফুটিত হবার প্রতিশ্রুতি পাঠালো তড়িঘড়ি তমাল বনে তন্দ্রাচ্ছন্ন তরুলতারা জোট বাঁধলো উপাসনালয়ে যাবে বলে। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কলকলিয়ে প্রবাহিত হলো নদী ! বজ্র নিনাদে নির্ভরতার সকল শৃঙ্খল ছিন্ন করে প্রমিত পরাগ প্রজননে প্রমত্ত হোলো। সেইথেকে আজ অবধি অবন্তীরা অবলীলায় চুমু দিয়ে ঘুম পাড়ায় রংধনু রং মনপুরাবাসীদের, আর প্রধান সড়কের সবগুলি লেন সবার জন্যে উন্মুক্ত !
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী রুদ্র ভৈরবীর উত্তপ্ত নামাবলী গায়ে চাপিয়ে চলন্তিকা রায় ঘোষণা দিলেন দীঘার সৈকতে ভ্রমণে যাবার। ব্রতচারী ব্রজমোহন অগত্যা কালক্ষেপন না করে সহায়-সম্পত্তি বিকিয়ে যাত্রার টিকেট কেটে আনলেন কালীধাম থেকে। কামনা-বাসনা যত তারচেয়ে শতগুন বেশী পরম্পরায় সহস্র যোজন দূরবর্তী ঠিকানার হদিস পাওয়ার আনন্দের মতো মৃদুমন্দ বাতাসে হিন্দোলিত বৃক্ষরাজি মেতে উঠলো বৈশাখী পর্বণের উৎসবে।
মামুলী মাসোহারায় রাজী হয়ে ভ্রমণসঙ্গী হতে সদাশয় সুহৃদেরা এলো বৃন্দাবন থেকে, আর বৃষ্টির বরাদ্দ পাওয়া গেল অযাচিতভাবে। গোলাপেরা প্রস্ফুটিত হবার প্রতিশ্রুতি পাঠালো তড়িঘড়ি তমাল বনে তন্দ্রাচ্ছন্ন তরুলতারা জোট বাঁধলো উপাসনালয়ে যাবে বলে। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কলকলিয়ে প্রবাহিত হলো নদী ! বজ্র নিনাদে নির্ভরতার সকল শৃঙ্খল ছিন্ন করে প্রমিত পরাগ প্রজননে প্রমত্ত হোলো। সেইথেকে আজ অবধি অবন্তীরা অবলীলায় চুমু দিয়ে ঘুম পাড়ায় রংধনু রং মনপুরাবাসীদের, আর প্রধান সড়কের সবগুলি লেন সবার জন্যে উন্মুক্ত !
http://www.alokrekha.com
শব্দের খেলায় আর অভিনব মাত্রার এক অনন্য লেখা কবিতা। কবির চলন্তিকা রায়ের ঘোষণায় ত্রস্ত ব্যস্ত সবাই। এমন কি ব্রতচারী ব্রজমোহন কালক্ষেপন না করে সহায়-সম্পত্তি বিকিয়ে যাত্রার টিকেট কেটে আনলেন কালীধাম থেকে। ভাবের আদানও অনন্য। পড়তে খুব ভালো লাগলো।
ReplyDeleteঅরুদ্ধ কবিতায় আমরা সুনিকেত চৌধুরী'র অন্য এক রূপ দেখতে পেলাম। প্রেমের মিষ্টি মিষ্টি শব্দ মালায় গ্রথিত কবিতা। রুদ্র ভৈরবীর উত্তপ্ত নামাবলী গায়ে চাপিয়ে চলন্তিকা রায়কে কেন্দ্র করে যে চিত্র তিনি এঁকেছেন তা অনবদ্য। খুব ভালো লাগলো।
ReplyDeleteঅরুদ্ধ কবিতায় আমাদের সুনিকেত চৌধুরী প্রেমের কবিকে ভিন্ন রূপে দেখতে পাই। কবিতাটা পড়তে খুব ভালো লাগলো। অবশ্য তার সব কবিতায় ভালো লাগে। অনেক শুভ কামনা।
ReplyDeleteআমার প্রিয় কবি সুনিকেত চৌধুরী অরুদ্ধ কবিতায় মিলনের যে আধ্যাত্মিক রূপ ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য। এ এক অন্য মাত্রার কবিতা। এই কবিতা পড়তে পড়তে আমি অন্য এক জগতে চলে গিয়েচিলাম। অনেক অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআমার প্রিয় কবি সুনিকেত চৌধুরী অরুদ্ধ কবিতায় প্রেমের যে অধ্যাত্মবাদের রূপ ফুটিয়ে তুলেছেন তা অনন্য। অনেক অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDelete