আমি সুনিকেত চৌধুরীর ছোট ছোট প্রেমের কবিতা পোস্ট করে অভ্যস্ত। কিন্তু আজ "অরুদ্ধ" কবিতায় সুনিকেত চৌধুরী'র অন্য এক রূপ অবলোকন করলাম ! নাকি আমার ভুল ? এটাও প্রেমের কবির প্রেমের কবিতাই !পাঠকরাই চূড়ান্ত রায় দেবেন সুনিকেত চৌধুরীর এই চলন্তিকা রায় রুদ্র ভৈরবীর উত্তপ্ত নামাবলী গায়ে চাপিয়ে যখন ঘোষণা দেন দীঘার সৈকতে ভ্রমণে যাবার তখন ব্রতচারী ব্রজমোহন কালক্ষেপন না করে সহায়-সম্পত্তি বিকিয়ে কালীধাম থেকে যাত্রার টিকেট কেটে আনেন কেন? কেন কামনা-বাসনা ত্যাগ করে সবাই মেতে ওঠে বৈশাখী পর্বণের উৎসবে? বৃন্দাবন থেকে ভ্রমণসঙ্গী হতে সদাশয় সুহৃদেরা আসে কেন ? বৃন্দাবন তো প্রেমের তীর্থ স্থান। প্রেমের হিন্দোলে আন্দোলিত গোটা কবিতাটা ! যেন জীবনের পসরায় অন্তরের কথা বলে! বলে প্রজননে প্রমত্ত প্রমিত পরাগের কথা ! সুনিপুন বিনুনিতে গাঁথা সুললিত শব্দগুলো ভালোবাসার বৈঠকী আমেজের অনুরণন আর আবহ সৃষ্টি করে। তবে এর পরেও এটা ভীষনভাবে প্রচ্ছন্ন যে কবি সুনিকেত চৌধুরী এই কবিতাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন। কবিকে শুভেচ্ছা !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমি সুনিকেত চৌধুরীর লেখা কবিতা অরুদ্ধ। -সম্পর্কে "অন্য এক রূপ অবলোকন করলাম" যে লেখা লিখেছেন তা অন্য মাত্রার। মন্তব্যে অনেক কথা উঠে আসে না। তাই কবিতার ব্যাখ্যা ও অনুরূপ লিখতে পোস্ট হিসাবে লিখলে তা বোঝার জন্য অনেক প্রশংসার দাবিদার।
ReplyDeleteসানজিদা রুমি "অন্য এক রূপ অবলোকন করলাম"পোস্ট হিসাবে লিখে আমরা যারা মন্তব্য করি ও অন্যান্য লেখকদের তাদের খাটো করা হয়। এই লেখাটা মন্তব্যে আসলে ঠিক হত। আরো কবিতা আরো লেখা প্রকাশিত হয় কারো লেখার উপর তিনিতো তার লেখা পোস্ট করেন না। এই কবিতার বিষয়ে অন্যথা কেন ?
ReplyDeleteসানজিদা রুমির "অন্য এক রূপ অবলোকন করলাম" লেখাটা পক্ষপাতিত্বের দোষে দুষ্ট।
ReplyDeleteযারা বেনামীতে লেখেন তারা কেন সাহস করে নিজেদের নাম দেন না। সুনিকেত চৌধুরীর লেখা কবিতা অরুদ্ধ। -সম্পর্কে লেখাটা অনবদ্য। কবিতাটাও অনন্য। কবিতাটা বহুবার পড়েছি। খুব ভালো লাগলো।
Delete