আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও || এটা হৃদয় || শামিমা আফরোজ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    || এটা হৃদয় || শামিমা আফরোজ




    ||  এটা হৃদয় ||
     শামিমা আফরোজ

    এখানেও আকাশ ছায়
    সহসাই বিষাদের ঘন কালো মেঘে
    বিরহী বর্ষণে অচল হয়ে পড়ে আবেগাশ্রিত নগরী!

    নদীরও কূল ভাঙে
    বিশ্বাসহীনতার গর্ভে বিলীন হয় আস্থা!
    আসে ক্ষণিক আবেগী জোয়ার,পড়ে ভাটাও তাতে।

    এখানেও বান ডাকে,
    অলি গলি ডুবে যায় ক্রমবর্ধমান হতাশায় !
    বানভাসি হয়ে পড়ে সঞ্চিত স্বপ্ন আশা, ভালবাসা।

    ওঠে সর্বনাশা ঝড়ও,
    অস্থিরতা স্পর্শ করে তার সর্বোচ্চ বেগ !
    দুমড়ে মুচড়ে বিপর্যস্ত হয়ে পড়ে কাঙ্ক্ষিত বোঝাপড়া।

    কোনো পূর্বাভাস ছাড়াই
    এর উপকূলে আছড়ে পড়ে জলোচ্ছ্বাস!
    তিলে তিলে গড়ে তোলা ভরসাস্থল হারায় ঠিকানা তার।

    আশ্রয়হীন অনুভূতিরা
    খুঁজে ফেরে স্মরণার্থী শিবির!
    নতুন কোনো আশ্রয়ে ধরা দেয় নিবারিত বসন্তবেলা।
     এটা হৃদয়, আরেক সম্পূর্ণ পৃথিবী !
     http://www.alokrekha.com

    15 comments:

    1. মিতা রহমানJanuary 28, 2020 at 5:58 PM

      এটা হৃদয় কবিতায় শামীমা আফরোজ হৃদয়ে আবেগের দুয়ার খুলে দিয়েছেন /খুব ভালো লাগলো কবিতাটা। কথা মালা অনবদ্য।

      ReplyDelete
      Replies
      1. অনেক বেশি অনুপ্রেরণা পেলাম আপনার চমৎকার মন্তব্যে! ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপার।

        Delete
    2. শফিক রায়হানJanuary 28, 2020 at 6:03 PM

      কিছু কবিতা আছে যা হৃদয়ের কাছাকাছি তেমনি শামীমা আফরোজ-র এটা হৃদয় কবিতা। যা পড়ে মূদ্ধ হওয়া যায়. অনুভূতির কথা তিনি বর্ণনা করেছেন অনুপম ভাবে। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজFebruary 7, 2020 at 6:23 AM

        ভীষণ অনুপ্রেরণা মিললো এমন চমৎকার মন্তব্যে!কৃতজ্ঞতা অশেষ। এভাবেই পাশে থাকুন। চেষ্টা থাকবে আরও ভালো লেখা উপহার দেবার।

        Delete
      2. শামিমা আফরোজFebruary 7, 2020 at 6:48 AM

        দারুণভাবে অনুপ্রাণিত হলাম। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশে থাকবেন এভাবেই।

        Delete
    3. শর্মিষ্ঠা ব্যানার্জিJanuary 28, 2020 at 6:39 PM

      শামীমা আফরোজের এটা হৃদয় কবিতা পড়ে খুব ভালো লাগলো । হৃদয়কে তিনি আবেগময় এক নগরীর সাথে তুলনা করেছেন। যেখানে ব্রোশন হয়। দেখা দে বিষাদের কালো মেঘের ছায়া। পুরো কবিতা পড়ে আমি মুগ্ধ। অনেক শুভ কামনা কবি।

      ReplyDelete
      Replies
      1. শামিমা আফরোজFebruary 7, 2020 at 6:52 AM

        আমিও মুগ্ধ হলাম এমন প্রেরণাদায়ক মন্তব্যেে। এক আকাশ ভালবাসা আপনার জন্য। আাশা করি,পাশে থাকবেন এভাবেই।

        Delete
    4. এক চমৎকার রকমের ভালোলাগা একগুচ্ছ ভাবনা, স্বতঃস্ফূর্ত অথচ অভিনব ও যথার্থ উপমায় ভালোবাসায় মগ্ন হৃদয়কে ভীষণ সাবধানতার সাথে আগলে রাখার আবেদন ও অবহেলা না করার সাবধানবাণী শামীমা আফরোজের এই "এটা হৃদয়" ! কবিতা পড়তে গিয়ে বারবার "কোনো সর্বনাশা ঝড়ে তিলে তিলে গড়া ভরসাস্থল ঠিকানা হারিয়ে আশ্রয়হীন অনুভূতিদের শরণার্থী শিবির খোঁজা আর পরবর্তীতে বসন্তবেলার আকুতি নিবারণে অন্য কোনো আশ্রয়ে ধরা দেয়া"র উপমা বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয়! উপমা চিন্তায় অনন্য, শব্দ চয়নে স্বতঃস্ফূর্ততা, বাক্য গঠনে মুন্সীয়ানা আর আবেগের গভীরতা পাঠকের হৃদয় ছুঁয়ে যায় এই "এটা হৃদয়!" কবিতাটা পড়া শেষে মানস চোখের সামনে ভেসে ওঠে বড় বড় অক্ষরে লেখাঃ HANDLE WITH CARE!  

      ReplyDelete
      Replies
      1. মোহন সিরাজীJanuary 29, 2020 at 9:52 PM

        কবি শামিমা আফরোজের || এটা হৃদয় || কবিতায় M. Ashraf Ali যে মন্তব্য করেছেন তা নিজ গুনে উৎসারিত। দারুন তার ভাব ভাবনা দারুন কবিতার ভিতর থেকে রস আস্বাধন। শব্দ চয়ন অনবদ্য। এটা মন্তব্য না হয়ে একটা পোস্ট হবার যোগ্য। অনেক ভালো লাগে আলোকরেখার মন্তব্যগুলো পড়তে। বিশেষ করে আজকের মোহাম্মদ আশরাফ আলীর লেখা চমৎকার অনন্য।

        Delete
    5. শামীমা আফরোজ এর লেখার হাত যেন থেমে না যায়. সৃষ্টিসুখের উল্লাসে বেঁচে থাকুন কবি. May your golden pen open the door of imagination unlimited.

      ReplyDelete
    6. শামিমা আফরোজJanuary 31, 2020 at 12:57 AM

      অভিভূত আমি এমন শুভকামনায়। আপনাদের মতো পাঠক পাশে পেলে এ কলম সচল থাকবে নিশ্চয়ই। কৃতজ্ঞতা ও ভালবাসা নিরন্তর।

      ReplyDelete
    7. বুবু, ছুটির দিনে এরকম লেখা পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
      শুভকামনা নিরন্তর।

      ReplyDelete
    8. শামিমা আফরোজJanuary 31, 2020 at 12:16 PM

      বড় অনুপ্রেরণা মিললো,বুবু!এত্তগুলো ভালবাসা তোমার জন্য।

      ReplyDelete
    9. দুর্দান্ত হয়েছে। একটি পরিপূর্ণ কবিতা। চালিয়ে যাও বন্ধু।

      ReplyDelete
    10. শামিমা আফরোজFebruary 1, 2020 at 11:09 AM

      বন্ধুর কাছ পাওয়া এই অনুপ্রেরণা তোলা রইলো হৃদয়ের মণিকোঠায়। পাশে থেকো এমনি করেই।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ