|| এটা হৃদয় ||
শামিমা আফরোজ
এখানেও আকাশ ছায়
সহসাই বিষাদের ঘন কালো মেঘে
বিরহী বর্ষণে অচল হয়ে পড়ে আবেগাশ্রিত এ নগরী!
এ নদীরও কূল ভাঙে
বিশ্বাসহীনতার গর্ভে বিলীন হয় আস্থা!
আসে ক্ষণিক আবেগী জোয়ার,পড়ে ভাটাও তাতে।
এখানেও বান ডাকে,
অলি গলি ডুবে যায় ক্রমবর্ধমান হতাশায় !
ওঠে সর্বনাশা ঝড়ও,
অস্থিরতা স্পর্শ করে তার সর্বোচ্চ বেগ !
দুমড়ে মুচড়ে বিপর্যস্ত হয়ে পড়ে কাঙ্ক্ষিত বোঝাপড়া।
কোনো পূর্বাভাস ছাড়াই
এর উপকূলে আছড়ে পড়ে জলোচ্ছ্বাস!
তিলে তিলে গড়ে তোলা ভরসাস্থল হারায় ঠিকানা তার।
আশ্রয়হীন অনুভূতিরা
খুঁজে ফেরে স্মরণার্থী শিবির!
নতুন কোনো আশ্রয়ে ধরা দেয় নিবারিত বসন্তবেলা।
এটা হৃদয়, এ আরেক সম্পূর্ণ পৃথিবী !
http://www.alokrekha.com
এটা হৃদয় কবিতায় শামীমা আফরোজ হৃদয়ে আবেগের দুয়ার খুলে দিয়েছেন /খুব ভালো লাগলো কবিতাটা। কথা মালা অনবদ্য।
ReplyDeleteঅনেক বেশি অনুপ্রেরণা পেলাম আপনার চমৎকার মন্তব্যে! ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপার।
Deleteকিছু কবিতা আছে যা হৃদয়ের কাছাকাছি তেমনি শামীমা আফরোজ-র এটা হৃদয় কবিতা। যা পড়ে মূদ্ধ হওয়া যায়. অনুভূতির কথা তিনি বর্ণনা করেছেন অনুপম ভাবে। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteভীষণ অনুপ্রেরণা মিললো এমন চমৎকার মন্তব্যে!কৃতজ্ঞতা অশেষ। এভাবেই পাশে থাকুন। চেষ্টা থাকবে আরও ভালো লেখা উপহার দেবার।
Deleteদারুণভাবে অনুপ্রাণিত হলাম। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশে থাকবেন এভাবেই।
Deleteশামীমা আফরোজের এটা হৃদয় কবিতা পড়ে খুব ভালো লাগলো । হৃদয়কে তিনি আবেগময় এক নগরীর সাথে তুলনা করেছেন। যেখানে ব্রোশন হয়। দেখা দে বিষাদের কালো মেঘের ছায়া। পুরো কবিতা পড়ে আমি মুগ্ধ। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteআমিও মুগ্ধ হলাম এমন প্রেরণাদায়ক মন্তব্যেে। এক আকাশ ভালবাসা আপনার জন্য। আাশা করি,পাশে থাকবেন এভাবেই।
Deleteএক চমৎকার রকমের ভালোলাগা একগুচ্ছ ভাবনা, স্বতঃস্ফূর্ত অথচ অভিনব ও যথার্থ উপমায় ভালোবাসায় মগ্ন হৃদয়কে ভীষণ সাবধানতার সাথে আগলে রাখার আবেদন ও অবহেলা না করার সাবধানবাণী শামীমা আফরোজের এই "এটা হৃদয়" ! কবিতা পড়তে গিয়ে বারবার "কোনো সর্বনাশা ঝড়ে তিলে তিলে গড়া ভরসাস্থল ঠিকানা হারিয়ে আশ্রয়হীন অনুভূতিদের শরণার্থী শিবির খোঁজা আর পরবর্তীতে বসন্তবেলার আকুতি নিবারণে অন্য কোনো আশ্রয়ে ধরা দেয়া"র উপমা বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয়! উপমা চিন্তায় অনন্য, শব্দ চয়নে স্বতঃস্ফূর্ততা, বাক্য গঠনে মুন্সীয়ানা আর আবেগের গভীরতা পাঠকের হৃদয় ছুঁয়ে যায় এই "এটা হৃদয়!" কবিতাটা পড়া শেষে মানস চোখের সামনে ভেসে ওঠে বড় বড় অক্ষরে লেখাঃ HANDLE WITH CARE!
ReplyDeleteকবি শামিমা আফরোজের || এটা হৃদয় || কবিতায় M. Ashraf Ali যে মন্তব্য করেছেন তা নিজ গুনে উৎসারিত। দারুন তার ভাব ভাবনা দারুন কবিতার ভিতর থেকে রস আস্বাধন। শব্দ চয়ন অনবদ্য। এটা মন্তব্য না হয়ে একটা পোস্ট হবার যোগ্য। অনেক ভালো লাগে আলোকরেখার মন্তব্যগুলো পড়তে। বিশেষ করে আজকের মোহাম্মদ আশরাফ আলীর লেখা চমৎকার অনন্য।
Deleteশামীমা আফরোজ এর লেখার হাত যেন থেমে না যায়. সৃষ্টিসুখের উল্লাসে বেঁচে থাকুন কবি. May your golden pen open the door of imagination unlimited.
ReplyDeleteঅভিভূত আমি এমন শুভকামনায়। আপনাদের মতো পাঠক পাশে পেলে এ কলম সচল থাকবে নিশ্চয়ই। কৃতজ্ঞতা ও ভালবাসা নিরন্তর।
ReplyDeleteবুবু, ছুটির দিনে এরকম লেখা পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
ReplyDeleteশুভকামনা নিরন্তর।
বড় অনুপ্রেরণা মিললো,বুবু!এত্তগুলো ভালবাসা তোমার জন্য।
ReplyDeleteদুর্দান্ত হয়েছে। একটি পরিপূর্ণ কবিতা। চালিয়ে যাও বন্ধু।
ReplyDeleteবন্ধুর কাছ পাওয়া এই অনুপ্রেরণা তোলা রইলো হৃদয়ের মণিকোঠায়। পাশে থেকো এমনি করেই।
ReplyDelete