আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও মূর্ছা যাবো, তবুও বলো------------- মুনা চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    মূর্ছা যাবো, তবুও বলো------------- মুনা চৌধুরী

    মূর্ছা যাবো, তবুও বলো
    মুনা চৌধুরী

    নির্মলেন্দু গুনের কবিতার মতো বলতে পারোনা
    Straight cut,
    আমায় ভালোবাসো?
    শুনে আমার মূর্ছা যেতে হলে যাবো l

    আল মাহমুদের সেই পংক্তিগুলোর মতো 
    আমিও যে চাই তোমার
    নুন ভরা দেহ জড়িয়ে ধরতে;
    হৃদয় দিতে হলে দেব
    যদি নাবিক হয়ে আস l

    পাবলো নেরুদার মতো বলতে পারোনা
    শুভ্র মৌমাছি, তুমি কেন নিস্তব্ধ থাকো
          ‘Abeja blanca, por que estas en silencio’!
    আমিও বলবো, নিস্তব্ধ থেকে
    তোমার আত্মায় গুনগুনিয়ে যাবো l

    গুলজার এর মতো ডাকতে পারোনা
    'অঞ্জলি' বলে?
    যেন তোমায় হুকুম করি
    এক্ষুনি বুনে ফেলো আমায় নিয়ে
    একশো প্রেমের কবিতা l
    নয়তো প্রীতীশ নন্দীর কণ্ঠে
    আমায় 'লজ্জাহীন'ই ডাক;
    আমিও বলি, তোমার হাতের মুঠোয়  নাও সেই গোধূলি
    যা তোমার নয়,
    তুমি হও আমায় ঘিরে যা হতে চাও l

    তোমার ঠোঁটে আসবে কি পংতিগুলো?
    আমি যে বসে আছি
    শূন্য হাতে, শূন্য হৃদয়ে আগন্তুকের মতো l

    আমি জানি,
    তোমার আবৃত্তি করা দরাজ গলায়
    প্রেমের শব্দচয়ন দারুন লাগতো !
    আমি তাকিয়ে থাকতাম তোমার ওই চোখে, ওই ঠোঁটে
    আর চিৎকার করে বলতাম
    'ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি' l

    কবিতার ছন্দে ছন্দে আমার চুলে
    হারিয়ে যাবে কখনো?
    সে আগের মতো ছুঁয়ে দেখবে?
    আমার ফর্সা ফ্রেঞ্চ ম্যানিকিওর করা আঙ্গুলগুলো
    ধরে দেখবে? বলবে সুন্দর?
    দুহাতে আমার মুখটা নিয়ে
    আদরে আদরে ভরিয়ে দেবে আবার কখনো?

    লোকেরা কি বলে জানিনা
    কে কি বলে বুঝিনা
    উন্মাদ হতে হলে হবো
    মূর্ছা যেতে হলে যাবো
    শুধু তোমার কথায়, শুধুই তোমার কথায় !!




     http://www.alokrekha.com

    6 comments:

    1. মিতালি পুরকায়স্থJanuary 31, 2020 at 4:36 PM

      "উন্মাদ হতে হলে হবো মূর্ছা যেতে হলে যাবো শুধু তোমার কথায়, শুধুই তোমার কথায় !!" এই অনন্য অথচ অতি সাধারণ শব্দগুলোর মাঝে লুকিয়ে আছে বৃহত্তর প্রেম। অনন্য কবিদের পংক্তিমালায় প্রেমের যে ছবি অংকিত করেছেন তা খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন এই শুভকামনা করি।

      ReplyDelete
    2. শর্মিষ্ঠাJanuary 31, 2020 at 4:42 PM

      মূর্ছা যাবো, তবুও বলো কবিতায় মুনা চৌধুরী প্রেমের যে আকুতি জানিয়েছেন তা অনবদ্য। খুব ভালো লাগলো কবিতাটি। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    3. শরীফ দেওয়ানJanuary 31, 2020 at 4:55 PM

      কবি মুনা চৌধুরী" মূর্ছা যাবো, তবুও বলো" কবিতায় ভালোবাসার এক অপরূপ রূপ ধরা পড়েছে। কিন্তু কবি নির্মলেন্দু গুনের কবিতার মতো বলতে পারোনা
      Straight cut,
      আমায় ভালোবাসো?
      শুনে আমার মূর্ছা যেতে হলে যাবো ল এটা ভালোবাসার স্বরূপ নয়। ভালোবাসায় মূর্ছা যাওয়া যায় কিন্তু Straight cut, বলে কিছু নেই। এখানে অভিমান থাকে ,মান থাকে থাকে উহ্য ভালোবাসার কথা ,খুব ভালো লাগলো কবিতা ,শুভেচ্ছা।

      ReplyDelete
    4. শেখর দাসJanuary 31, 2020 at 6:33 PM

      কবি মুনা চৌধুরী" মূর্ছা যাবো, তবুও বলো" কবিতায় ভালোবাসার যে কথা বলেছেন তা এমনি হওয়া উচিৎ। প্রেমিকের চোখের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চিৎকার করে বলা যায় ভালোবাসি ভালোবাসি। কি অপূর্ব চিত্র অঙ্কন করেছেন শব্দ আর আবেগের রং তুলি দিয়ে। ধন্য কবি।

      ReplyDelete
    5. কবি মুনা চৌধুরীর " মূর্ছা যাবো, তবুও বলো" কবিতায় ভালোবাসার ছলাৎ ছলাৎ যে যদি জেগেছে তা এত সুন্দর প্রেমের জোয়ারে ভেসে যাওয়া যায়। এতো মিষ্টি করে বলা - লোকেরা কি বলে জানিনা
      কে কি বলে বুঝিনা
      উন্মাদ হতে হলে হবো
      মূর্ছা যেতে হলে যাবো
      শুধু তোমার কথায়, শুধুই তোমার কথায় !! জীবন পণ করা চলে ,শুভেচছা এমন এক কবিতা লেখার জন্য। .

      ReplyDelete
    6. পাঠকদের অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ. May God bless you all.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ