সেই মেয়েটি
http://www.alokrekha.com
মেহরাব রহমান
মেঘ অফুরান
চোখেতে তুফান
জল চলমান
কল্ কল্ ধায়
কেঁপে কেঁপে যায়।
অধরা প্রিয়া বাজে রিন্ রিন্
সুরেলা রঙিন।
সেই মেয়েটির
দুচোখ গভীর।
মাটির গহনা
কপালে তিলক
ভুলালো ত্রিলোক।
হাসিতে তার পাড় ভাঙা ঢেউ
তার কত দাম জানেনাতো কেউ
হিমালয় থেকে নদী ধেয়ে আসে
জানিনাতো সে কারে ভালোবাসে?
জোছনা সে রাতে
ঝর্ণা বহাতে
মিঞা তানসেন রাগিনী শোনায়
তার তনুমন স্বপ্ন বোনায়।
তার তনুমন স্বপ্ন বোনায়।
হীরক খচিত আঁচল তাহার
বাতাসে ওড়ায় টিলা ও পাহাড়’
বাংলাদেশের শ্যামলিমা মেয়ে
নদী কল্ কল্ ছুটে
চলে ধেয়ে।
বুকেতে তাহার উর্বর জমি
আগুন অধরে কোটিবার চুমি;
সেই মেয়ে আর
সব একাকার।
সেই মেয়েটির
দুচোখ গভীর
চোখেতে তাহার বর্ণিল মানচিত্র
এদেশ এখনো স্বর্ণ মাখানো চিত্র।
এদেশ এখনো স্বর্ণ মাখানো চিত্র।
http://www.alokrekha.com
সেই মেয়েটি কবিতায় মেহরাব রহমান ছড়ার আদলে যে কবিতা লিখেছে তা খুবই সুন্দর। সেই মেয়েটির বর্ণনা অনবদ্য। বিশেষ ভালোবাসা কবিকে।
ReplyDeleteমেহরাব রহমান সেই মেয়েটি কবিতায় মেয়েটির নিরুপম রূপ অংকিত করেছেন। তার চোখের দুচোখ গভীর,কপালে তিলক,হাসিতে তার পাড় ভাঙা ঢেউ,বাংলাদেশের শ্যামলিমা মেয়ের রূপ অন্তরে গ্রথিত করেছেন ,খুব ভালো লাগলো। অন্য ধাঁচের কবিতা। শুভ কামনা।
ReplyDeleteমেহরাব রহমান সেই মেয়েটি কবিতায় মেয়েটির রূপ বর্ণিত করেছেন তা অতুলনীয়, অনুপম, অপ্রতিম, অপরূপ।বিশেষ করে
ReplyDeleteসেই মেয়ে আর
সব একাকার।
সেই মেয়েটির
দুচোখ গভীর
চোখেতে তাহার বর্ণিল মানচিত্র
এদেশ এখনো স্বর্ণ মাখানো চিত্র। সেই মেয়েটির আসল জিয়ন কাঠি। খুব ভালো লাগলো এমন ছন্দময় কবিতা পড়ে। ভালো থাকবেন কবি। শুভেচ্ছা।
মেহরাব রহমান সেই মেয়েটি কবিতায় একটি মেয়ের সম্পূর্ণ রূপ বর্ণনা করেছেন অপরূপ ভাবে। চোখেতে তুফান তার মেঘ অফুরান সেই মেয়েটির
ReplyDeleteদুচোখ গভীর সুরেলা রঙিন। ত্রিলোক ভুলানো কপালে তিলক মাটির গহনা পরেই সে সুখী। অনন্য কবিতা। খুবই ভালো লাগলো।
কবি মেহরাব রহমানের প্রতিটি কবিতা আমরা ভিন্ন মাত্রায় পাই। বিষয়বস্তুও সর্বদা আলাদা আলাদা। আমি কবির অনেক বড় ভক্ত। আলোকরেখায় প্রকাশিত এমন কোন কবিতা নাই আমার পড়া হয় নাই। প্রতিটি কবিতা যেন মুক্ত মালা। আমার প্রিয় কবি অনেক ভালোবাসা নিয়েন। ভালো থাকুন এই কামনা করি। শুভ কামনা।
ReplyDeleteএমন ছন্দবদ্ধ কবিতা এই প্রথম আলোকরেখায় প্রকাশিত হয় নাই। মেহরাব রহমান সেই মেয়েটি কবিতায় একটি মেয়ের সম্পূর্ণ রূপ অপরূপ ভাবে বর্ণনা করেছেন। মেয়েটির বর্ণনা যেভাবে বর্ণনা করেছেন তাতে মনে হয় সে আমার চির চেনা। খুব ভালো লাগল। শুভকামনা কবি।
ReplyDelete