আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নারী ---------- জেমী/টরন্টো / ০১ জানুয়ারী, ২০২০ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নারী ---------- জেমী/টরন্টো / ০১ জানুয়ারী, ২০২০


    নারী
    জেমী/টরন্টো / ০১ জানুয়ারী২০২০

    মৃত্যুর পর আমাকে যদি প্রশ্ন করো
    আবার যদি তোমাকে নতুন করে পৃথিবীতে
    আনি তবে তুমি কি হবে?
    আমি বলবো আবার আমি একজন নারী হয়েই জন্মাবো,
    হবো মানবিক নারী
    ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে, তুমি দেখে নিও।
    নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো।
    রাতের নিসঃগতায় নিজেকে নোনা জলে ভিজিয়ে নির্ঘুম রাত না কাটিয়ে নিজেকে
    করবো কঠিনে কঠিনা।
    হঠাৎ যদি কখনো ফেলে আসা কোন স্মৃতি আমায় তৃষিত করে তোলে
    তবুও আমি তৃষ্ণা মেটাবো আমার ভালোবাসার নারী সত্ত্বায়।
    আমি তখন হয়ে উঠি মানবীয়।
    গভীর রাতের শনশন শব্দে
    স্মৃতিগুলো মনে করিয়ে দেয় প্রিয় মুখ, প্রিয় গান, কবিতা, পাখির কলতান
    আমার ফেলা আসা যৌবন ছুঁয়ে
    কালো রাত ভীড় করে না কোনখানে
    সেখানে জোছনারা খেলা করে
    প্রতিবাদের অহংকারে ।।

    আমি নারী এই আমার অহংকার
    আমি অসাধারণ, অনবদ্য কিছু দিতে পারি
    আমি কন্যা, জায়া, জননী
    আমি ধারন করি, বহন করি
    আমি শাশ্বত, স্বাধীন
    তাই আমি নারী।।
    __________________________

    9 comments:

    1. শর্মিষ্ঠা ব্যানার্জিJanuary 6, 2020 at 3:57 PM

      "নারী" কবিতা দারুন ভালোলাগার কবিতা। আমি একজন নারী হিসাবে গর্বিত অনুভব করি যে আমি নারী। কবি বলিষ্ঠ তুলিতে অংকিত করেছেন নারীকে। খুব ভালো লাগলো পড়ে।

      ReplyDelete
      Replies
      1. অনেক অনেক ধন্যবাদ আপু ভাললাগার জন্য।

        Delete
    2. মিতা রহমানJanuary 6, 2020 at 4:41 PM

      "নারী" কবিতা পড়ে দারুন আনন্দ দিল। এই কবিতায় নারীর যে মূল্যায়ন করেছেন তা অনন্য। মৃত্যুর পর আবার যদি জন্মাই তবে নারী হয়েই জন্মাতে চাই। নারী ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে,পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবে। এই হলো নারী। অভিনন্দন কবি।

      ReplyDelete
      Replies
      1. মিতা আপু অনেক অনেক ভালোবাসা এতো সুন্দর করে বলার জন্য

        Delete
    3. নোমান রহমানJanuary 6, 2020 at 4:54 PM

      "নারী" একজন ঈশ্বরের সম্পূর্ণ সৃষ্টি। নারী কবিতায় তারই বর্ণনা উঠে এসেছে। কখনো নারী কঠিন থেকে কঠিনতর হবে আবার মানবীয় হবে। নারীকে বহুরূপে ভূষিত করেছেন কবি। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবি।

      ReplyDelete
    4. জয়দেব সান্যালJanuary 6, 2020 at 5:01 PM

      "নারী" কবিতা কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো নারী পুড়ে পুড়ে বিশুদ্ধ হয় আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা। কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.অনিন্দ্য এক কবিতা। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

      ReplyDelete
    5. কবিতা সরকারJanuary 6, 2020 at 5:39 PM

      "নারী" কবিতায় কবির মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাব, আশাবাদ ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    6. ফারজানা মুন্নীJanuary 6, 2020 at 5:44 PM

      "নারী" কবিতা উত্কৃষ্ট চমৎকার নারীবাদের ও নারী জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।

      ReplyDelete
    7. ঋতু মীরJanuary 8, 2020 at 6:01 PM

      'নারী' কবিতায় বিষয়বস্তু, ভাব, গভীরতা, জীবনবোধ ভাল লেগেছে। নারীত্ব নারীর অহংকার । 'নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো' - অভিব্যাক্তির গভীরতা এবং শব্দের অনবদ্য বিন্যাস কবিতাটিকে সুপাঠ্য করে তুলেছে। কবির জন্য শুভকামনা! নিরন্তর!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ