নারী
জেমী/টরন্টো / ০১ জানুয়ারী, ২০২০
মৃত্যুর পর আমাকে যদি প্রশ্ন করো
আবার যদি তোমাকে নতুন করে পৃথিবীতে
আনি তবে তুমি কি হবে?
আমি বলবো আবার আমি একজন নারী হয়েই জন্মাবো,
হবো মানবিক নারী
ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে, তুমি দেখে নিও।
নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো।
রাতের নিসঃগতায় নিজেকে নোনা জলে ভিজিয়ে নির্ঘুম রাত না কাটিয়ে নিজেকে
করবো কঠিনে কঠিনা।
হঠাৎ যদি কখনো ফেলে আসা কোন স্মৃতি আমায় তৃষিত করে তোলে
তবুও আমি তৃষ্ণা মেটাবো আমার ভালোবাসার নারী সত্ত্বায়।
আমি তখন হয়ে উঠি মানবীয়।
গভীর রাতের শনশন শব্দে
স্মৃতিগুলো মনে করিয়ে দেয় প্রিয় মুখ, প্রিয় গান, কবিতা, পাখির কলতান
আমার ফেলা আসা যৌবন ছুঁয়ে
কালো রাত ভীড় করে না কোনখানে
সেখানে জোছনারা খেলা করে
প্রতিবাদের অহংকারে ।।
আমি নারী এই আমার অহংকার
আমি অসাধারণ, অনবদ্য কিছু দিতে পারি
আমি কন্যা, জায়া, জননী
আমি ধারন করি, বহন করি
আমি শাশ্বত, স্বাধীন
তাই আমি নারী।।
__________________________
আবার যদি তোমাকে নতুন করে পৃথিবীতে
আনি তবে তুমি কি হবে?
আমি বলবো আবার আমি একজন নারী হয়েই জন্মাবো,
হবো মানবিক নারী
ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে, তুমি দেখে নিও।
নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো।
রাতের নিসঃগতায় নিজেকে নোনা জলে ভিজিয়ে নির্ঘুম রাত না কাটিয়ে নিজেকে
করবো কঠিনে কঠিনা।
হঠাৎ যদি কখনো ফেলে আসা কোন স্মৃতি আমায় তৃষিত করে তোলে
তবুও আমি তৃষ্ণা মেটাবো আমার ভালোবাসার নারী সত্ত্বায়।
আমি তখন হয়ে উঠি মানবীয়।
গভীর রাতের শনশন শব্দে
স্মৃতিগুলো মনে করিয়ে দেয় প্রিয় মুখ, প্রিয় গান, কবিতা, পাখির কলতান
আমার ফেলা আসা যৌবন ছুঁয়ে
কালো রাত ভীড় করে না কোনখানে
সেখানে জোছনারা খেলা করে
প্রতিবাদের অহংকারে ।।
আমি নারী এই আমার অহংকার
আমি অসাধারণ, অনবদ্য কিছু দিতে পারি
আমি কন্যা, জায়া, জননী
আমি ধারন করি, বহন করি
আমি শাশ্বত, স্বাধীন
তাই আমি নারী।।
__________________________
"নারী" কবিতা দারুন ভালোলাগার কবিতা। আমি একজন নারী হিসাবে গর্বিত অনুভব করি যে আমি নারী। কবি বলিষ্ঠ তুলিতে অংকিত করেছেন নারীকে। খুব ভালো লাগলো পড়ে।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ আপু ভাললাগার জন্য।
Delete"নারী" কবিতা পড়ে দারুন আনন্দ দিল। এই কবিতায় নারীর যে মূল্যায়ন করেছেন তা অনন্য। মৃত্যুর পর আবার যদি জন্মাই তবে নারী হয়েই জন্মাতে চাই। নারী ঈশ্বরের সৃষ্টিতে, শিল্পীর তুলিতে, কবির কবিতা কিংবা বিখ্যাত কোন লেখকের উপন্যাসের উপাখ্যানে,পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবে। এই হলো নারী। অভিনন্দন কবি।
ReplyDeleteমিতা আপু অনেক অনেক ভালোবাসা এতো সুন্দর করে বলার জন্য
Delete"নারী" একজন ঈশ্বরের সম্পূর্ণ সৃষ্টি। নারী কবিতায় তারই বর্ণনা উঠে এসেছে। কখনো নারী কঠিন থেকে কঠিনতর হবে আবার মানবীয় হবে। নারীকে বহুরূপে ভূষিত করেছেন কবি। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কবি।
ReplyDelete"নারী" কবিতা কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ।গহীন জগতে কখনো নারী পুড়ে পুড়ে বিশুদ্ধ হয় আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা। কবির চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি.অনিন্দ্য এক কবিতা। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ReplyDelete"নারী" কবিতায় কবির মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাব, আশাবাদ ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDelete"নারী" কবিতা উত্কৃষ্ট চমৎকার নারীবাদের ও নারী জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDelete'নারী' কবিতায় বিষয়বস্তু, ভাব, গভীরতা, জীবনবোধ ভাল লেগেছে। নারীত্ব নারীর অহংকার । 'নারী আমি পুড়ে পুড়ে শুদ্ধ হয়ে সুবাস ছড়াবো' - অভিব্যাক্তির গভীরতা এবং শব্দের অনবদ্য বিন্যাস কবিতাটিকে সুপাঠ্য করে তুলেছে। কবির জন্য শুভকামনা! নিরন্তর!
ReplyDelete